শুভাকাঙ্খীরা জানান সমবেদনা-
বলেন
সব ঠিক হয়ে যাবে।
পরশ্রীকাতররা
মুখ টিপে হাসেন,
ইশারায় জানান-
ক্যামন... রিসেসন দিল ঝামা ঘষে!
প্রেমিকার মুখ বেজার।
চ্যাট রূম নয়
আগের মত জমজমাট-
দেশ থেকে মায়ের উৎকন্ঠা
কিভাবে এমন হলো?
বাবার প্রকাশ্য সন্দেহ
বিদেশে ছেলেটা গোল্লায় গেলো!
কেউ বোঝে না
কেউ-
সে এক আজন্ম আজ্ঞাবহ
বহুবিদ প্রত্যাশাপিষ্ট
আধুনিক ক্রীতদাস কোন।
স্বজনের স্বপ্ন পূরনে
স্বত্ত্বাহীন হতে হতে
নিজেই আজ শাপগ্রস্ত!
হয়তো নিয়তি তাই
বাড়ায়
সহমর্মিতার হাত-
মন্জুর হলো তার
অহিংস অলসতার
সহসা অবকাশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।