আমাদের কথা খুঁজে নিন

   

অবিবাহিত মাইয়ারা মোবাইল ইউজ করতে পারবোনা আর

বিকল্প গণমাধ্যম দীর্ঘজীবি হোক!

নেট ঘাটতে ঘাটতে একটু আগে এএফপির একটা খবরে চোখ আটকাইয়া গেল । খবরটি হইলো: ভারতের উত্তর প্রদেশের একটি এলাকার মেয়েরা এখন আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নিচে সংবাদটির বাংলা তরজমা করলাম যারা মূল সংবাদটি আংরেজিতে পড়তে চান তারা দয়া কইরা এইখানে কিলি মারুন অবিবাহিত মেয়েদের জন্য সেলফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের উত্তর প্রদেশের একটি আঞ্চলিক পরিষদ। অবৈধ প্রণয় এবং নৈতিক অবয় থেকে তরুন তরুনীদের রক্ষা করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। ভারতের উত্তর প্রদেশের ভূইয়া পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

পরিষদ সংশিম্লষ্ঠরা জানিয়েছেন, গতবছর বাবা মায়ের অনিচ্ছা স্বত্বেও উত্তর প্রদেশের ২৩ তরুন তরুনী প্রেমজ সম্পর্কের জের ধরে পালিয়ে বিয়ে করেছে। এক্ষেত্রে একে অন্যের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন। উত্তর প্রদেশের একজন প্রবীণ জানিয়েছেন, পঞ্চায়েত (বিধানসভার বিচারক) তরুন তরুনীদের এ ঘটনার জন্য এখন সেলফোনকেই দায়ী মনে করছে। এজন্যই তারা এ ধরণের পদক্ষেপ নিয়েছেন। এক্ষেত্রে গ্রামবাসীরও ব্যাপক মত রয়েছে।

নতুন এ সিদ্ধন্তে অনুযায়ী উক্ত এলাকায় বিয়ের আগে কোন মেয়ে কোথাও মোবাইল ফোন বহণ করতে পারবেন না। ছেলেরা এটি ব্যবহারের অনুমতি পেলেও সেটি হবে অবিভাবকদের নজরদারীর আওতায়। এখন আমাদের দেশেও যাতে এ ধরণের নীতিমালা চালুর চেষ্টা কেউ করতে না পারে এজন্য আন্দোলণে নামা উচিত। যাদের গার্লফ্রেন্ড আছে তারা এ আইনের বিপক্ষে আন্দোলণ করবেন, আর যাদের গার্লফ্রেন্ড নেই তারা আমাদের দেশেও এ আইন চালুর দাবী জানাতে পারেন। কে কোন দলে আছেন মন্তব্য আকারে সেটা জানার সুযোগ দিন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.