আমাদের মোবাইলের ব্যবহার আজ এমন পরিস্তিতি এসেছে যে, কাজের চেয়ে অকাজের পরিমান বেডেছে। তারই একটি ফলসূতি------------------
ভারতের উত্তর প্রদেশে নিষিদ্ধ করা হয়েছে অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহার। 'দ্য বালিয়ান কাউন্সিল' নামের স্থানীয় পঞ্চায়েত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোবাইল ফোনের কারণে উত্তর প্রদেশের অবিবাহিত মেয়েদের মধ্যে অভিভাবকদের অগোচরে প্রেম করার পাশাপাশি পালিয়ে বিয়ে করায় প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নতুন এই নিয়ম করা হয়েছে। 'দ্য বালিয়ান কাউন্সিলে'র মুখপাত্র শতীষ তিয়াজি জানান, অবিবাহিত মেয়েরা যেন কোনোভাবে মোবাইল ব্যবহার না করতে পারে সে বিষয়টি নিশ্চিত করবে তাদের অভিভাবকরা। তবে ছেলেরা তাদের অভিভাবকদের পর্যবেক্ষণের আওতায় মোবাইল ব্যবহার করতে পারবে।
উত্তর প্রদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অভিভাবকদের অসম্মতিতে পালিয়ে বিয়ে করাকে পরিবারের জন্য সম্মানহানিকর বিষয় হিসেবে চিহ্নিত করা হয়।
তাই আমাদের সবাইকে এই পরিস্তিতি হতে মুক্তি পতে হলে প্রথমে আমাদের অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। অতএব, এই মোবাইলের সঠিক ব্যবহার করতে হবে।
সূত্র-কালের কন্ঠ-২৫/১১/২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।