ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)
মনে বড় আশা ছিল বিবাহ করিয়া নতুন বৌয়ের সাথে ধুমপান নিয়া ঝগড়া করিব কিন্তু বিধি বাম। ধুমপানের কারণে এখন বৌ জুটানোটাই মুশকিল হইয়া গিয়াছে। পাত্রী দেখিয়া পছন্দ হইয়াছে, পাত্রীরও পাত্র পছন্দ হইয়াছে, সব কিছু খাপে-খাপ মিলিয়া গিয়াছে কিন্তু বাদ সাধিতেছে মুরব্বি মহল। পাত্র সব দিক দিয়াই যোগ্য আছে কিন্তু তাঁহারা কোন অবস্থাতেই ধুমপায়ী পাত্রের কাছে কণ্যা পাত্রস্থ করিবেনা। ধুমপানের বিষয়টি স্পল্পসময়ে কিরূপে মুরব্বি মহলে প্রচারিত হইয়া গেল তা বোধগম্য নহে। এই অপমান কি প্রকারে সহ্য করা যায়? তাই চিন্তা করিতেছি সাময়িকভাবে ধুমপানে বিরতি দেয়া উচিৎ অথবা অতীব গোপনে লোক-চক্ষুর অগোচরে সমাধা করিতে হইবে।
তাই অবিবাহিত ধুমপায়ী ব্লগারগন, যাহারা আগামী অল্পকিছুদিনের মধ্যে বিবাহ কর্ম সম্পাদন করিতে মনস্থঃ করিয়াছেন তাহারা ধুমপান ছাড়িয়া দিতে পারলে অতীব মঙ্গল অথবা সর্বোচ্চ গোপনীয়তার সাথে উক্ত কর্ম সম্পাদন করিবেন। নয়তো বিবাহ এবং ইজ্জত দুইটাই বিসর্জন দিনে হইতে পারে।
জনস্বার্থেঃ লুলুপাগলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।