হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
বছর খানেক প্রেম করার পর সুমনের শখ হইলো বিয়া করার কিন্তু বাপ-মা কে জানাতে সাহস পাচ্ছে না। আবার এখন বিয়ে না করলে মেয়ের অন্যখানে বিয়ে হয়ে যাবে ... আরো কি কি যেন !! তাই খুব সাহস করে গোপনে সিদ্ধান্ত নিলো বিয়ে করে ফেলবে। সুমন আামাদের মোটকা মাসুম কে আগে কিছু না জানিয়ে ভুলিয়ে ভালিয়ে কাজী অফিসে নিয়ে গেলো এছাড়া ওর অন্য আরেক বন্ধুও ছিল সেখানে।
বিয়ে পড়াতে সাক্ষী লাগে, উকিল বাপ লাগে। দুই বন্ধু কে সাক্ষী বানানো হলো কিন্তু উকিল বাপ কে হইবো ? মহা ফ্যাসাদ !! মোটকা মাসুম কে জোর-জবরদস্তি করে সাক্ষী থেকে উকিল বাপে ট্রান্সফার করা হলো আর কাজী অফিসের এক লোককে সাক্ষী বানানো হলো। এভাবে বিয়া পর্ব শেষে নয়া বউ-জামাই যার যার বাসায় চলে গেলো।
আমাদের আড্ডায় নতুন মজা যোগ হলো। এক বন্ধু অন্য বন্ধুর উকিল বাবা।
আড্ডায় বাপ-পুত একসাথে সিগারেট খায়, গাইল দেয়, মারামারি করে ......... আমরা মাসুম কে উপদেশ দেই সুমনের জন্য একটা [গাঢ়] মা [/গাঢ়] নিয়ে আয়।
পর বহু ত্যাগ, তিতিক্ষার পরে দুই পরিবারের সমঝোতায় আনুষ্ঠানিক ভাবে ওদের বিয়ে মেনে নেওয়া হলো। সেই সুমন গত রমজান মাসে [গাঢ়] বাবা [/গাঢ়] হয়েছে আর মোটকা মাসুম হইছে [গাঢ়] নানা [/গাঢ়]।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।