আমাদের কথা খুঁজে নিন

   

অবিবাহিত জীবন

সুখি মানুষ

ব্যাচেলর লাইফ এর বাংলা আমি করেছি অবিবাহিত জীবন। অন্য কেউ সুন্দর বাংলা করলেও করতে পারেন। গত মাসের ১০ তারিখে হঠাৎ করে ব্যাচেলর লাইফে প্রবেশ করে ফেললাম। জীবনের ২৬ বছর এক রকম সময় পার করে নতুন জীবনের প্রথম দিন থেকে সব উলটা পালটা লাগা সুরু করল। সব এত তারাতারি হয়ে গেল।

কথা ছিল ভাইয়া ভাবি ডিসেম্বরে ঢাকা শিফট করবে। গত মাসের শুরুতে সিদ্বান্ত পরিবর্তন করে আমাকে বিপদে ফেলে দিল। সবাই ছলে যাওয়ার পর অনেক মন খারাপ হল। বেশী খারাপ লাগল অপসরার জন্য। বেচারি জন্মের পর থেকে আমাকে বেশী কাছে পাইছে।

যওয়ার সময় সে কি কান্না। অনেক বুঝানোর পর সব ঠিক হল। ভাবি অনেক কিছু রান্না করে রেখে গেছে। আমার ১ সপ্তাহ চিন্তা না করলেও চলবে। জামেলা শুরু হল সন্ধ্যায়।

দারোয়ান এসে বলে আপনাকে ম্যাডাম ডাকে। এই ম্যাডাম হচ্ছে বাড়ির মালিকের দ্বীতিয় বউ। ম্যাডামরে আমি কোন কালে পছন্দ করি নাই। গাড়ি রাখা, অনেক রাতে বাড়ি ফেরা এসব নিয়ে আমর সাথে বেশ কয়েকবার জামেলা হইচে। যাওয়র পর ম্যাডাম বলল তুমি নতুন বাসা দেখ আমি কোন ব্যাচেলররে বাড়ি ভাড়া দিব না।

আমি বললাম গত ৫ বছর আমি ব্যাচেলর ছিলাম তখন কোন সমস্যা হই নাই এখন কি হয়েছে। বলে ঐ সময় তোমার ভাই ভাবি ছিল এখন নাই। আমি বললাম এই বাসা আমি ভাড়া নিছিলাম ভাই তো তখন আসে নাই। তখন বলে এত কথা বলতে পরবো না সামনের মাস থেকে থাকতে হলে ভাড়া বাডাইতে হবে। আমি বললাম আংকেলের সাথে কথা বলে উনি যদি বারাইতে বলেন তখন বারাবো।

তারপর বলল তুমি অনেক রাতে বাসা্য় অসো এটা বন্ধ করতে হবে। আমি আর কিছো না বলে সোজা বাসা্য়। রাতে আংকেলের সাথে কথা বললাম উনি বলেন তোমার যে ভাবে ইচ্ছা থাক কোন সমস্যা নাই। পর দিন থেকে দেখি বাসার আগের কাজের বুয়া আসে না। বুয়ারে ফোন দেয়ার পর কইল তার জামাই ব্যাচেলর বাসয় কাজ করতে মানা করছে।

বুয়া আমাদের বাসাই ১ বছর কাজ করতেছে। এই ১ বছরে আমার সাথে ১ টা কথাও হই নাই। ব্যাচেলর দেখে বুয়া ভাগছে। পরদিন নতুন বু্য়া ঠিক করলাম সে শুধু ঘর মুছে দিয়ে যাবে রান্না করতে পারবে না । মাসে নিবে ৬০০ টাকা।

অনেক মুলামুলি করে ৫০০ টাকাই রাজি হইল। এখন নিজের রাননা অখাদ্য জিনিস খাই। মাজে মাজে স্বাদ পরিবর্তনের জন্য হোটেলে খাই। সকালে অফিসে আসি। রাতে বাসাই ফিরে রাননা করি।

বন্ধুদের সাথে আগের মত আড্ডা দিতে পারি না। ওরা আমাকে এখন বলে গৃহপালিত ব্যাচেলর । রোজার সময় বেশি সমস্যা হয়। ভোর রাতে নিজের রাননা অখাদ্য খাওয়া অনেক কঠিন। আমার ওজন প্রতিদিন কমতেছে।

১০০ কেজি থেকে এখন ৯৫ হয়ে গেছে। গোপন সুএে খবর পাইছি আমার আব্বাজান আমর ব্যচেলর জীবনের ইতি টানার জন্য মেয়ে খুজতেছে। কিন্তু আমি মোটেও খুশি না। আমি আরো কিছু দিন ব্যাচেলর থাকতে চাই। আমার ওজন আরো কমাইতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.