আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধী ইস্যু ও BD BLACK HAT HACKERS এর অবস্থান

সত্য কথাটাই বলতে চাই..........যতই অপ্রিয় সত্য হোক আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি কিছু পেজ এ শাহবাগ ইসুতে BD BLACK HAT HACKERS কে নিয়ে অনেকে অনেক ধরণের বক্তব্য দিচ্ছেন, যদিও বাংলাদেশের হ্যকার গ্রুপগুলোর মধ্যে এ ব্যাপারে সর্বপ্রথম বিবৃতি প্রকাশ করে বিডি ব্ল্যাক হ্যাট'ই। শৃরু থেকেই সাধারন মানুষের সাথে একাত্বতা প্রকাশ করে এসেছে। আমরা প্রথম থেকেই যুদ্ধাপরাধীর বিচারের দাবীতে উত্তাল ছিলাম। আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা দেশের স্বার্থ বিরোধী যে কোন কাজের বিরুদ্ধে লড়াই করে যাব।

বিডি ব্ল্যাক হ্যাট এর মূলনীতি হলো দেশীয় সাইবার স্পেস রক্ষার পাশাপাশি বিদেশী হ্যাকারদের আক্রমন প্রতিরোধ করা। আপনারা আগেও দেখেছেন, যখনই বিদেশী হ্যাকার দ্বারা দেশীয় সাইট আক্রান্ত হয় তখনই আমরা পাল্টা আঘাত হানতে পিচপা হইনা। বিডি ব্ল্যাক হ্যাট এর প্রতিটি সদস্য দেশপ্রেম এ উদ্ভুদ্ব। শুরু থেকেই এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে বিডি ব্ল্যাক হ্যাট। তাই আমাদের প্রায় সব সদস্য যোগ দিয়েছিলেন শাহবাগ আন্দোলন এ।

এখনও আমাদের সদস্যরা শাহবাগ এ অবস্থান করে সাইবার লড়াই করে যাচ্ছেন। জামায়ত শিবির ইসলাম নিয়ে যা শুরু করেছে তা সহ্য করা হবেনা। একজন মুসলমান হিসেবে বলতে চাই, শাহবাগে যারাই আছেন তারা যেনো ইসলামকে আঘাত করে কোনো সংবাদ প্রচার না করেন। এবং আপনাদের অনুরোধ করছি ইসলামবিরোধী ব্লগিং বন্ধ করার। আমরা সব রকম অপপ্রচারের বিরুদ্ধে আছি এবং সেই অপপ্রচার বন্ধে পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবো না।

ইসলাম এবং যে কোন ধর্ম নিয়ে এবং দেশের বিরুদ্ধে কাজ করা হলে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা প্রতিহত করব। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অনেকে তাদের পেজ এ বিডি ব্ল্যাক হ্যাটকে রাজনীতির সাথে জড়িয়ে ফেলছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই বিডি ব্ল্যাক হ্যাট সকল রাজনীতির উর্দ্ধে। বিডি ব্ল্যাক হ্যাট কাজ করে শুধু মাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য। সবাইকে অনুরোধ করব, দয়া করে এ হ্যাকার গ্রুপ সম্পর্কে না জেনে কেউ মন্তব্য করবেন না।

আমরা আগেও বলেছি এখনও বলছি, বিডি ব্ল্যাক হ্যাট কাজ করে শুধু মাত্র দেশের জন্য। আমরা এ যুদ্ধে আগেও সামিল ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। আমরা আশা করি আপনারা আমাদের রাজাকার পন্থি পেইজ/গ্রুপ/ফেসবুক আইডি/ওয়েবসাইটের লিংক দিয়ে সহযোগীতা করে যাবেন। আমরা আমাদের শতভাগ দিয়ে সেইগুলো প্রতিহত করার চেষ্টা করে যাবো। আমরা নিজ উদ্যোগ এ এসব পেজ নিয়ে কাজ করছি।

আপনারা রাজাকারদের বিভিন্ন সাইট, পেজ এর ব্যাপারে আমাদের জানান। আপনারা আমাদের কে আলাদা ভাববেন না। আমরাও আপনাদের দলে। দেশের বিরুদ্ধে কিছু করা হলে আপনাদের যেমন লাগে, আমাদের ও তাই লাগে। আপনাদের মতামত , পেজ লিংক, অভিযোগ, আমাদের জানান।

আমাদের মিডিয়া গ্রুপ এবং আমাদের অফিসিয়াল পেজ এ। BD BLACK HAT MEDIA আমাদের ফেসবুকগ্রুপ FACEBOOK GROUP Fake ID, ভুয়া page, এসব পেজ গুলো বন্ধ করতে আমাদের রির্পোটিং গ্রুপ এ জয়েন করুন BBHH MASSREPORTING WING আমাদের অফিসিয়াল পেজ BD BLACK HAT FAN PAGE এই পেজ থেকে সব রকমের বিবৃতির দায় বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর। এর বাইরে যদি আমাদের বরাত দিয়ে কোথাও কোনো বিবৃতি প্রকাশ করা হয়ে থাকে সেটার দায়ভার বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর নয়। আপনাদের অনুরোধ করবো সেইসব ভুয়া বিবুতি প্রকাশকারীদের পরিচয় আমাদের পেজ এ পোস্ট করে আমাদের সহযোগিতা করার জন্য। আর যে সব পেজ এ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে তাদের আহবান করবো নিজ উদ্যোগে আপনারা আমাদের অবস্থান তুলে ধরুন।

জনগন কে বিভ্রান্ত করবেন না। আমরা এসব পেজগুলো থেকে দায়িত্বশীল আচরণ আশা করি। আমাদের যুদ্ধ চলছে, চলবেই!!!!............জয় বাংলা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.