আমাদের কথা খুঁজে নিন

   

যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক....সব পেলে নষ্ট জীবন.....

বলব না

আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি........... আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি... যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক.... সব পেলে নষ্ট জীবন..... তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়.... কিছু সন্ধে গুড়ো হওয়া কাচের মতো.... যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও... দূরবীনে চোখ রাখবো না... না না না না না না না না না না না এই জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি বাঁচবার...... আমি রাখতে চাই না আর তার...কোন রাত দুপুরের আবদার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার.... কখনও আকাশ বেয়ে চুপ করে...যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজো না আমায়....আশে পাশে আমি আর নেই... আমার জন্য আলো জ্বেলো না কেউ...আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি...শেষ ট্রেনে ঘরে ফিরবো না... না না না না না না না না না না না এই জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি বাঁচবার...... আমি রাখতে চাই না আর তার...কোন রাত দুপুরের আবদার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার.... না না না না না না না না না না না তোমার রক্তে আছে স্বপ্ন যত....তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো কখনও সময় পেলে একটু ভেবো আঙুলের ফাঁকে আমি কই? হিসেবে ভিড়ে আমি চাই না ছুঁতে যত শুকনো পিয়জকলি ফ্রিজের শীত আমি ও বেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি..গ্লাসের জলে ভাসবো না না না না না না না না না না না না এই জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি বাঁচবার...... আমি রাখতে চাই না আর তার...কোন রাত দুপুরের আবদার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার.... অনেক দিন পরে একটা মন ভালো করা বাংলা গান শুনলাম...গানের কথাগুলো আরও সুন্দর..তাই আপনাদের সাথে শেয়ার করলাম... ছবির নাম: অটোগ্রাফ(Autograph) পরিচালক: শ্রীজিত মুখার্জি সংগীত পরিচালক: দেবজ্যোতি মিশ্র অফিসিয়াল ওয়েবসাইট: Click This Link ইউটিউব লিঙ্ক http://www.youtube.com/watch?v=PjJoKE7BnuI (জানি না আগের পোষ্ট টা দুবার প্রথম পাতায় এলো আবার তার পর আর দেখতে পেলাম না প্রথম পাতায় তাই আবার রিপোষ্ট করলাম.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.