আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিং প্রেক্ষিত বিয়ানীবাজার

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

মেয়েদের বিরক্ত করাকে সহজেই ইভটিজং বলে। ইদানিং কালে ইভটিজিং এর কবলে কত তাজাপ্রাণ ঝরে গেছে। বন্ধ হয়ে গেছে অনেক সম্ভাবনার দুয়ার। আবার অনেক বাবা-মা নিজের মেয়ের আপন হাতে গড়া স্বপ্নকে গলাটিপে হত্যা করেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।

তাই ইভজিটিং শব্দের সাথে সকলেই পরিচিত। ২০১০ সালের অক্টোর-নভেম্বরের মধ্যে দেশে হারিয়ে গেছে অনেক ফুলমতিরা। যারা বেঁচে থাকলে একদিন একেকজন রুশনারা আলী হয়ে ওঠতে পারতো। কিংবা পারতো বিশ্বজয়ী কোন নারীর প্রতিকৃতি হতে। বখাটে কিছু ছেলের মানসিক অত্যাচারে এরা জীবন থেকে পালিয়েছে।

এমন হৃদয় বিদারক দৃশ্য যেমন মানুষকে প্রতিবাদি করে তুলছে তেমনি সরকারকেও করেছে দায়িত্বপরায়ন। তাই মাননীয় স্বরাষ্টমšী¿ সাহারা খাতুন এবং মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদের কথা রেখেছেন। কথা রেখেছে সরকার। আইন হয়েছে টিজারদের বিরুদ্ধে। এতে আশায় বুক বাঁধতে শুরু করেছে দেশের মা-বাবারা।

আমরা যখন প্রবাসে কাজের অবসরে কিংবা দিনের শেষে পরিশ্রান্ত শরীর নিয়ে টিভি চালু করি দেশের হাল দেখতে। তখন এই ইভটিজং এর ছোবল দেখে শংকিত হয়ে পড়ি। শংকিত হয়ে পড়েন সহস্য প্রবাসি। যারা কিনা রুটি-রোজগারের আশে পরদেশে হয়েছেন পরবাসী। তাদের অনেকেরই পরিবার দেখবাল করার মতো কেউ নেই।

তাই অনেকেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। আবার কেউ কেউ ফেরে গেছেনও। এতা গেল ইভটিজিং ও প্রবাসীদের শঙকা নিয়ে কথা। এবার চলে আসি মূলকথায়। গত ১৫ নবেম্বর দেশ থেকে ফেসবুকে আমাকে ম্যাসেজ দিয়েছেন বিয়ানীবাজারের মোল্লাপুর গ্রামের আমেরিকা প্রবাসি জনাব কামাল উদ্দিন।

তিনি আমেরিকার বাঙালি কমিউনিটির একজন শক্তিমান ও কর্মঠ লোক। আমাকে লিখেছেন-”লুৎফুর, বিয়ানীবাজারে ঈদ বাজারে বখাটের দৌরাত্ম বেড়ে গেছে। মেয়েরা নিরাপত্তাহীনতায় ভূগছে। সচেতনা সৃষ্টির জন্য তোমাদের কাজ করেতে হবে। ” আমি উনাকে বলেছিলাম লিখব।

”আমাদের বিয়ানীবাজার ” নামে আমি ফেসবুকে একটি গ্র“প করেছি। এই গ্র“পে বিশ্বেও বিভিন্ন প্রান্তে বসবাসরত ৩০০ জন বিয়ানীবাজারী সদস্য আছেন। যারা ইন্টারনেটে নিজেদের সংস্কৃতিকে ছড়িয়ে দেন। কামাল ভাই ও এই গ্র“পের একজন। তাই পরেরদিন আবার ওই গ্র“পে একই পোস্ট দিলেন।

লিখাটি অতি জরুরী হয়ে পড়েছিল। সেই তাগিদ থেকেই লিখা। বিয়ানীবাজারে রয়েছে মহিলা কলেজ, বালিকা বিদ্যালয় এবং কম্বাইন্ড স্কুল। এক অনুসন্ধানে জানা গেছে, মহিলা কলেজ ও বালিকা স্কুল ছুটির পরই একদল টিজার হোন্ডা বা রিকশা নিয়ে ওৎ পেতে থাকে মেয়েদের বিরক্ত করতে। নানাঢঙে চলে প্রেম নিবেদন।

চেয়ে বসে মেয়েটির মেবাইল নাম্বারও। যদিও দেশের অন্যান্য স্থানের চেয়ে আমাদের বিয়ানীবাজারে উক্তক্ত করার পরিমাণ অনেক কম। তারপরও যে ইভটিজিং এর মোকাবেলা করতে হচ্ছেনা মেয়েদের এমন ধারণা নিছক ভুল। বিয়ানীবাজার মহিলা কলেজের একাদশ পড়–য়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর কথা-আমরা কলেজ বাসে গেলে কয়েকটি ছেলে পয়েন্টে দাঁড়িয়ে থাকে। আমাদের দিকে ইশারা দেয়।

আর হোন্ডা নিয়ে পিছু পিছু যায়। আর অপরদিকে কামাল ভাইয়ের অভিযোগ মতে-দেশের অনেক জেলা সদও থেকেও বিয়ানীবাজাওে গড়ে উঠেছে আধুনিক শপিং মল। আর প্রবাসি অধ্যূষিত বিয়ানীবাজারের মেয়েরাও উৎবপ্রিয়। তাই নিজেরাই ঈদ পার্বনে মার্কেটে যায়। এই সুযোগে টিজাররাও তাদের টিজ করতে থাকে।

দেশে এখন জেগে ওঠেছে আন্দোলনের জোয়ার। স্বপ্নবালিকারাও আজ হয়ে ওঠেছে প্রতিবাদি। এমন সময়ে আমাদের ঐতিহ্যবাহি বিয়ানীবাজারেও বখাটেদের হাত থেকে আমাদের মেয়ে-বোনকে বাঁচাতে হবে। আর সেই সাথে বিয়ায়নীবাজারের কৃতি পুরুষ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কে সহযোগিতা করতে হবে আপন মাটিতে এই সমস্যা প্রতিরোধের। আর এ বিষয়ে প্রতি মহল্লায় ইমামগণও ভূমিকা নিবেন বলে আশা করি।

শুধু বিযানীবাজারের নয় সকলের সহযোগিতা আর সচেতনায় সারা বাংলাদেশে হোত ইভটিজিং মুক্ত। লেখক: সম্পাদক, মাসিক মুকুল, দুবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.