আমাদের কথা খুঁজে নিন

   

মাঘের জলে মেঘলা পরী



জল ঝরনা পাশে রয়,তৃষিত হৃদয়, একা,সুরার সাথে নয়। ব্যকুলতা ডেকে দেয়া,নির্মম খেলাঘর, শুকনো দিন,কেবা প্রিয় কেবা পর বলবে কি জোৎস্না পসর । মাঘের জলে মেঘলা পরী কুয়াশার স্নান, দমকা হাওয়ায় জীবন তরী, নিথর শ্মশান। বিলের পাড়ের ডানপিটে, চষে বেড়ায় হাজার তটে। চোখ মেলেও পথ হারায় তারার হাটে একাকী। তব স্বপ্ন ভেলার মাঝি,সুপান্থ সুরাহী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।