আমাদের কথা খুঁজে নিন

   

মাঘের শেষে ফাগুন এলে

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

(১)

শীতের রাতে শরীর আহা
কেঁপে কেঁপে কাতর
নরম বুকের গরম ভাঁপে
একটু দেবে আদর?

(২)

শীত কাটালাম তোমায় বিনে
হাতের কড়ে রাত গুনে
তুলার বালিশ বুকে চেপে
শরীর কি আর শীত মানে?

(৩)

ফাগুন বনে কোকিল ডাকে
ফুলে ফুলে লাল
আমি ডাকলে কেন সখী
রাঙে তোমার গাল?

(৪)

শীত গেলে
ফাগুন এলে
ফুল ফুটে বনে,
নিশি রাতে
ডাকলে কোকিল
তোমায় পড়ে মনে।

(৫)

শীত তো গেলো
ফাগুন এলো
তুমি এলে না,
ফুল ফুটলো
কোকিল ডাকলো
হৃদয় রাঙলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।