আমাদের কথা খুঁজে নিন

   

মাঘের প্রান্তরে

শাফিক আফতাব সরষে ফুলের সুবাস আলগোছে ছড়াতেছে মাঘের বাতাসে, দিগন্তে কুয়াসার ঝাপসা আবরণ উন্মমনা বালকেরা মাঠের পাড়ে দূরের দেশে যেতেছে। আর আমি আনন্দে বিহবল অনুণ। দুপুরের রোদে শাদা প্রস্তরের মতো মনে হয় গুড়িগুড়ি ঢিল কয়েকটি বকোন আর হাইলোন চরাতেছে মাঠের শুকনো ঘাসে পরিস্কার আকাশে আহা ! কেমন যেন গভীর সুনীল মনের গহীনে যেন কেমন অজানা দেশের আনন্দ ভাসে। কতিপয় মুক্ত বিহঙ্গ পাখা মেলে পাড়ি দেয় আকাশের সীমানা প্রেয়সী এক যায় লাল পেড়ে শাড়ি ওড়ায়ে অদূরে বাবার বাড়ি মনে হয় যেন জীবনানন্দ দাশের আকাশলীনা কী গভীর বেদনায় দাঁড়িয়ে আছে সুপারী আর তালগাছের সারি। বিমুগ্ধ এক অনুভবে আমি ঠাঁয় দাাঁড়িয়ে দেখি মাঘের প্রান্তর রূপকথাকাহিনীর দেশে যেন আজ আমার মনের বিত অন্তর। নারায়ণগঞ্জ, ২৭.০১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।