আমাদের কথা খুঁজে নিন

   

হাজার মেগাওযা়টের আট বিদ্যুৎকেন্দ্র অনুমোদন



ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম)- এক হাজার দুশ ৩২ মেগাওযা়টের আটটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিযে়ছে সরকার। রোববার অর্থমন্ত্র আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় এ অনুমোদন দেওযা় হয়। এর মধ্যে পাঁচটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে পাওযা় যাবে তিনশ ৪০ মেগাওযা়ট বিদ্যুৎ। বাকি তিনটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র থেকে পাওযা় যাবে আটশ ৯২ মেগাওযা়ট বিদ্যুৎ। ইকিউ ক্যাপিটাল এনার্জিকে আশুগঞ্জে গ্যাসভিত্তিক চার বছর মেযা়দি বার্জ মাউন্টেড রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিযে়ছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

৪৮ মেগাওযা়ট ক্ষমতার এ কেন্দ্র তৈরিতে ব্যয় হবে পাঁচশ ৮০ কোটি টাকা। এ প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ পেতে প্রতি ইউনিটে সরকারের ব্যয় হবে সাডে় চার টাকা। মেঘনাঘাটে এপিআর এনার্জি লিমিটেডকে তিন বছর মেযা়দে ৫০ মেগাওযা়ট ক্ষমতার ডুযে়ল ফুযে়ল রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওযা় হয়। তিন বছরে সরকারকে মোট আটশ ১০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ধরা হযে়ছে সাত দশমিক ৭০ টাকা।

এছাডা় উইন্টারা আইএনসিকে নরসিংদীর ঘোডা়শালে ৯৯ মেগাওযা়টের একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দেওযা় হয়। এ কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে পরিশোধ করতে হবে চার দশমিক ৮৯ টাকা। কেমব্রিজ এনার্জি ওযে়স্ট ম্যানেজমেন্টের পাঁচ বছর মেযা়দি ফার্নেস ওযে়ল ভিত্তিক ৯০ মেগাওযা়টের একটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিযে়ছে কমিটি। এটি চাঁদপুর, বরিশাল কিংবা দেশের অন্য কোনো উপযুক্ত স্থানে স্থাপন করা হবে। এক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে সাত দশমিক ৬৫ টাকা।

ইউনাইটেড এন্টারপ্রাইজ এন্ড কোম্পানি ৫৩ মেগাওযা়ট ক্ষমতাসম্পন্ন একটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে আশুগঞ্জে। এ ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে চার দশমিক ৪৫ টাকা। তিনটি আইপিপি বিদ্যুৎকেন্দ্রেরই মেযা়দ ২২ বছর। এগুলোর একটি তিনশ ৪১ মেগাওযা়ট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিবিযা়না-২। অন্যটি মেঘনাঘাট তিনশ ৩৫ মেগাওযা়ট ক্ষমতাসম্পন্ন ডুযে়ল-ফুযে়ল বিদ্যুৎকেন্দ্র।

এ দুটি বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে স্থাপন করবে সামিট ও জিই এনার্জি। এছাডা় রানহিল-এসটিএস কনসোর্টিযা়ম যৌথভাবে দুশ ১৬ দশমিক ৮০ মেগাওযা়ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে সাত হাজার আটশ ৫০ কোটি টাকা ব্যযে়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.