ফ্রম দ্যা হার্ট অফ ডার্কনেস
গতকাল ফেসবুকে মেহরাব 'এর এলোমেলো নোট :: খালেদা জিয়ার উচ্ছেদ পোষ্টিটিতে খেপে গিয়ে একটা মন্তব্য করেছিলাম।
"নেত্রীদ্বয় এখনো ব্যাক্তিগত ক্ষমতা না, নিতান্তই সম্পত্তির লোভ ছাড়তে পারেনি, এবং সেটার জন্য তাদের প্রকাশ্যে কান্নাকাটি!
আমার তো এখন সন্দেহ হইতেছে ৫ বছর পরপর যখন তাদের গণভবন ছেড়ে দিতে হয়, তখন ঘটি, গণভবনের মুল্যবান আসবাস সাথে করে নিয়ে যায়।
যারা নিতান্তই সামান্য বাড়ির (মুল্যমান কোটির টাকার অংকে কিন্তু তাদের প্রভাব এবং সম্পত্তির তুলনায় কিছুই না) মায়া ছাড়তে পারেনা, তাদের অধস্তন'রা এমন হবে (এখন যেমনটা!) এইটাই স্বাভাবিক!"
আমার নিজের কাছে মন্তব্যটা ঠিক শোভন মনে হয় নাই।কিছুটা বিরক্ত হয়ে এমনটা লিখেছিলাম।
কিন্তু আজকে আমার জন্য এক বিরাট বিস্ময় অপেক্ষা করছিলো।এই পোষ্টটা এবং কমেন্টগুলো পড়ে শুধু একটা কথায় বলি।
বাংলাদেশ, ইটস এ পার্ভার্টেড নেশন।ইটস রান বাই এ পার্ভাটেড গভর্মেন্ট
এ কান্ট্রি অফ পার্ভার্টেভ পিপল।
থু!
থুথু দিতেও আমার ঘেন্না হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।