[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
তুমি ১০০ টাকা চাহিয়াছ , আমি কি তোমার কথা শুনে চলি নাকি, অন্যলোকের কাছে ছোট হয়ে যাব না তাইলে , আমি তোমারে দেবো ১০১ টাকা, তাইলে তোমার কথা শোনা হইল না, অন্যরা বলিতে পারিবেনা নত হইয়াছি। ...................
কোন একটা নাটকের ডায়ালোগ ওটা, যে নাটক চিত্রায়িত হয়নাই।
একটা খুব সুন্দর ইতিহাস ( গপ্প না ) শুনেছিলাম, আমাদের জাতীয় সিস্টেমে ফাইনাল সিদ্ধান্ত প্রদান কতৃপরে সর্ব্বোচ্চ কর্ত্তার নিকট যখন একটা প্রকল্পের প্রস্তাবনা গেলো চূড়ান্ত অনুমোদনের জন্য তিনি সব পড়িয়া দেখিলেন সেখানে কলম চালানোর কিছু পাওয়া যাচ্ছেনা , কিন্তু কলম ই যদি না চালাবেন, তাহলে সর্ব্বোচ্চ মতার প্রয়োগ কেমন করে হবে(!) , ভাবনা বিষয়(!)। তাই তিনি তার অভিজ্ঞতার সরল চেতনা দিয়া বিবেচনা করে ভাবলেন এবং ঠিক করলেন ঐ প্রকল্পে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে , তিনি সেটা কেটে ৯৯৯ মেগাওয়াট করে দিলেন, এবং প্রমান ও করে দিতে সম হলেন ঐ ১০০০ এর ঘর হতে নিচে আনায় অনকে েেত্র খরচও কমে গেলো...
কিন্তু প্রকারান্তে হিসেব নিকেষে কতটা গরমিল হলো তাহা সংশ্লিষ্ট ডিজাইনাররাই তা জানবেন , ঐ সর্ব্বোচ্চ কর্তা নয়।
এইটা একটা ফাচুকি গপ্পই বটে।
দৃষ্টি আকর্ষনের কারনে প্রয়োগ হলো এইখানে।
আসলে সন্ধ্যায় দেখলাম সরকার নতুন তফসিল ঘোষনা করেছেন নির্বাচনের এবং তাহা ২৯ শে ডিসেম্বর। সেই আলোচিত ১৮ই ডিসেম্বর নির্বাচন করার যে দাবী একটি বিশেষ দলের সেটার কাছে মাথা নত হতে হলোনা। খুবই স্ট্রং সরকার।
কিন্তু নাটক এখানেই শেষ না।
ঐ যে সর্বদা বলি এই জাতি অলরেডি কথা সর্বস্ব জাতিতে পরিণত হয়ে গেছে।
অন্য বিশেষ দলটির তো কিছু একটা বলতে ই হবে। খুবই সরল সমীকরনের একটা কথা বলেই দিলো।
....সরকার এখনও নির্বাচন বানচালের চেষ্টা করতেছে...
যে ধরনের কথার সত্য মিথ্যা প্রমাণ বর্তমান ক্ষণে সম্ভব না সেই ধরনের কথা বলার জন্য সচেষ্ট বুদ্ধি লাগে।
এই সব বুদ্ধি আমাগোর রাজ নীতি নাড়াচাড়া করা লোকজন এর ঘটে খুবই ব্যাপক।
আফটার অল ...পলিট্রিক্স ইজ আ গেম , ইজ আ ইনটেলেকচুয়াল গেম এন্ড ট্রিক্স।
আরও কত যে ড্রামা দেখব আমরা এই দেশের নাগরিক কূল সে কারনেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।