গনতন্র মানে কি?
ইছ্ছে মত দেশ চালানো আর জন গনের দোহাই দেয়া।
যখন যেটা খুশি করা।
ফারক্কার অনুমতি আর টিপাইবাধের পক্ষে যুক্তি দাড় করানো।
রাজাকারদের বিরুদ্ধে মামলার নামে উত্তেজনা সৃস্টি করা।
দেশ তালেবান হয়ে গেছে বলে যুক্তি উথ্থাপন।
তত্বাবধায়ক সরকারের গুস্টি উদ্ধার।
মইনের নামে মামলা করার জু জু বুড়ির ভয় দেখানো। (এখনো কোনো মামলা হলোনা)
বিরাট বাজেট করে পিলে চমকানো।
হল দখল, চাদা বাজি আর হত্যার উপাখ্যান তৌরি করা।
আদি বাসির উচ্ছেদ, গাছ কাটা আর জমি দখলের রাজনীতি।
নিজের এবং পরিবারের জন্য নিরাপত্তা নিশ্চিত করা, সাথে সাথে সবার নিরাপত্তা হরন কিংবা তোয়াক্কা না করা।
সাংসদদের জন্য আরাম আয়েশের ব্যবস্হা করা আমাদের ট্যাক্সের টাকায়, সাথে সাথে জন গনের আরাম হারাম করা।
দেশের সমস্হ সমস্যা ভুলে যাওয়া, নিজেদের সমস্যার সমাধানে আইন করা।
সমস্হ দুনীতির মামলা তুলে নাওয়া, দুনীতি করেছে কিনা তা বিছ বিচার না করেই।
আসলে সব তো দুনীতিবাজ, তাই ওনিয়ে কথা না বাড়ানোই ভালো, কাচো খুড়তে সাপ না বেরোয়।
টেন্ডার বাজির গল্প নাই বা বললাম, দলের লোক কিছু পাচ্ছেনা তাই(মন্ত্রীদের অভিযোগ)।
খুশি হবার কোনো কারন নেই, এই চিত্র গত ৩৭ বছরের। খালি পাচ বছরে পাল্টাই নেতা আর দলীয় কর্মি।
এই গনতন্ত্রের পরিবতন কি হবে, দেশ কি এগোবে না। জনসংখা হু হু করে বাড়ছে।
কি হবে এ মাটির অনাগত সন্তানদের, কি তাদের ভবিষ্যত?
কবে আমাদের নাতারা বলবে,
কান্ট্রি ফাস্ট, এন্ড পলিটিক্স এজ ইউজিয়াল ডেড লাস্ট। উইথ অল আওয়ার প্রবলেম, দিজ ইজ দি গ্রেটেস্ট কান্ট্রি ইন দি ওয়াল্ড।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।