আমাদের কথা খুঁজে নিন

   

রম্য কবিতা : মহাকবি আস্ফালন



কাগুজে কবিদের আস্তানায় গিয়েছিলাম সেদিন, দেখি আড্ডা জমেছে বেশ, গোটা কতক ঝিমুচ্ছে,কতকের আবার হাপিত্যেশ। আড্ডার মধ্যমণি শুধালেন, "কে আপনি বাবু,কেনই বা এলেন?" "সাংবাদিক আমি স্থানীয় পত্রিকার। এসেছি নিতে ক্ষুদ্র একটি সাক্ষাৎকার। " "আহ্ মরি মরি ! ইন্টারভ্যু-কে আমি সাহিত্যের অংশই ধরি। " আমি বললাম, "তবে নামপর্ব থেকেই শুরু করলাম।

" বললেন কবি, "কবিতা পেশা নয় মোর, বলতে পারেন হবি। নামটি মোর মহাকবি আস্ফালন, ছদ্ম যদিও,তথাপি সার্থক নামকরণ। "বাহ্ ! বেশ বেশ !! তা কখানা বই দেখেছে আলোর মুখ, ছেড়েছে প্রেস?" "অত হিসাবের বাপু সময় কই? হবে ষাট-সত্তর-আশি কি নব্বই। " "তা মশাই,কি নিয়ে লিখেন?" "এই আর কি- প্রেম-প্রণয়,পরকীয়া-প্রলয় হাবিজাবি প্রব্লেম। "শুনাবেন কি কটা লাইন? থেকে আপনার লেটেস্ট বই, 'ডেটিং করায় ফাইন'।

" শুনতে চান,তবে শুনুন, "সূর্যের আলোতে আজ আমাবস্যার অন্ধকার, জ্যোৎস্নার জলে ভিজে মস্তিষ্কের বিকার, মহাকালের পথে আজ কাঁটাতারের বেড়া, সবুজ রক্তে শকুনের দল হয়েছে দিশেহারা। " "থাক,থাক মশাই হয়েছে ঢের, আমি কম জানা লোক বুঝি না এত রকম ফের। তবে বাপু,আপনার সার্থক নামকরণ, এ কালের শ্রেষ্ঠ কবি নির্বোধ আস্ফালন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.