আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিং: পর্ব ৫ ( যুবকদের জন্য কিছু নির্দেশ)

নাহিন

আমাদের লিখাটা মনে হয় মেয়েদের বিরুদ্বে যাচ্ছে তবুও বলতে হবে। ১ . মার্কেট, অফিস-আদালত কাচা-পাকা বাজার, বাস-ট্রেন, লন্চ জাহাজ, রাস্তা-ঘাট, ফেরী, বাসার ভেতর, বাহির, সিঁড়ি-ছাদে, এবং বিবিধ আরে যা যা আছে, সর্বত্র পুরুষদের মাটির দিকে তাকিয়ে হাটতে হবে,(সম্ভব হলে চোখ বন্ধ করে)। ২. কোন মেয়ের দিকে তাকিয়ে হাসা অথবা কাশা যাবেনা, হাই অথবা হাঁচি দিতে হলে কাছাকাছি কোন পাবলিক টয়লেট বা নির্জন স্থানে প্রবেশ বাধ্যতামুলক। ৩. কোন ক্রমেই পুরুষের স্বরনালী উচ্চশব্দ ব্যবহার করতে পারবেনা, কোন পুরুষ নারী হইতেও অল্প স্বরে কথা বলিতে হইবে। ৪. স্বামীরা স্ত্রীদের বস বা ইনচার্য মনে করিয়া গৃহস্থালীয় কর্ম সমপাদন করিতে হইবে, অন্যথায় ইহা ইভ-টিজিং বলিয়া গন্য হইবে।

৫. বান্ধবীকে নিয়ে রিক্সা চলাচলের সময় সব সময় ইয়েছ ইয়েছ বলতে হবে , যা বলে তা শুনতে হবে যদি গরমিল হয় আশেপাশে কিন্তু মোবাইল কোট আছে। ৬. পার্কে বোটানিক্যাল গার্ডেনে , চিড়িয়াখানায় একা বা এক সাথে দুতিন জন যুবক যাওয়া যাবেনা। তাবে হবে মারাত্মক ইভটিজিং। ৭. আশে পাশে তাকানো যাবে না , তার থেকে না যাওয়া ই ভাল। মজা নিতে পারবেন না।

কালেকশান ও বলতে পারেন অথবা সার্ভিস ও বলতে পারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.