আমাদের কথা খুঁজে নিন

   

প্রায় বিনা খরচে আইফোন-৪ এর মালিক হবার শর্টকাট উপায় (স্বপ্নে প্রাপ্ত আইডিয়া)

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/
১. নিজের পুরানা এন৭৩ এমই টা হাতে নিন। ২. ফোনবুক এবং অন্যান্য ডাটা ব্যাকআপ নিন। ৩. ব্যাকআপ শেষে ফোনের সমস্ত ব্যাক্তিগত ডাটা মুছে ফেলুন (মেমরীকার্ডের ফাইল সহ)। ৪. সিম খুলে রাখুন। ৫. পাশের ঘরে ঢুকুন।

৬. মামাকে অতি এবং অতি জরুরী গলায় স্বর নীচু করে ইমার্জেন্সী ভাব ধরে বলুন অতি জরুরী কথা আছে, জলদি তার সদ্য কেনা আইফোনটা দরকার। ৭. আইফোন খুলে ফেলুন এবং সিম বের করে নিন। ৮. নিজের এন৭৩ এমই তে মামার সদ্য খোলা সিমটা ইনসার্ট করুন। ৯. স্তম্ভিত মামাকে বিকট দাঁত কেলানি হাসি দিয়ে বলুন - "ঈদের গিফট লৈলাম", এবারে উল্টা ঘুরে সোজা রওনা হন রান্নাঘরের দিকে। ১০. শান্ত ভাবে রান্না ঘরে ঢুকে একটা নাইস হাসি দিয়ে মামীকে বলুন, "দ্যাকছো মামী, মামু আমারে ঈদে আইফোন গিফট কর্ছে।

" ১১. এরপরে চুপচাপ নিজের ঘরে এসে ব্লগিং করুন। ১২. মিনিট দশেক পরে মামার ফোনে (মানে যেইটার সাথে আইফোন অদল-বদল করছেন) ফোন দিয়া বলেন, "থ্যাংক্যু মামা। । । " বিঃদ্রঃ - এই পদ্ধতি এ্যাপ্লাইয়ে যদি কোন পারিবারিক সহিংসতার ঘটনা ঘটে তবে পোষ্টকারী দায়ী নন।

লেখক নিজেও এখনো এই পদ্ধতি অনুসরন করার সাহস করেন নাই। আপনারা এই উপায় গ্রহনের পরে প্রাপ্ত ফীডব্যাকের উপর ভিত্তি করে লেখক রিস্ক নিবেন কি না ভেবে দেখবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।