http://www.facebook.com/Kobitar.Khata
সৌরভ গাঙ্গুলী যখন বাংলাদেশে এলো এবং সাংবাদিকদের সাথে কথা বলল তখন দেখলাম একটি ফুল হাতা শার্ট পরে ইন করে এসেছেন। বেশভূষায় বেশ মার্জিত লাগছিল। আবার সে যখন গত রাত বারোটায় বিশ্বকাপের কাউন্টডাউন অনুষ্ঠানে এলেন আরো একটু বেশী মার্জিত হয়ে স্যুট পরে এলেন। অর্থ্যাৎ সে জানে একটি অনুষ্ঠানে যেতে হলে কতটুকু মার্জিত ভাবে যেতে হয় এবং নিজেকে উপস্থান করতে হয়।
আর আমাদের মাশরাফি কি করলেন? রাস্তার বখাটে পোলাপাইনের মতো একটি টিশার্ট ও জিনস পরে উপস্থিত হলেন।
তাও আবার প্যান্টের ব্যাল্ট টি বের করে দিয়েছে। এমন একটি অনুষ্ঠানে এটাকে কি কোনভাবে মার্জিত পোষাক বলা যায়?
এটি ছিল একটি ঘরো অনুষ্ঠান। কিন্তু উপস্থাপিকা ফটর ফটর করে ইংরেজীতে উপস্থান করছিলেন। অথচ যাদেরকে বক্তব্য দিতে ডেকেছেন তারা সবাই বাংলায় বক্তব্য রেখেছেন। কি আজব ব্যবস্থা।
উপস্থাপিকা যখন সৌরভকে ইংরেজীতে প্রশ্ন করল তখন সৌরভ উপস্থাপিকা থেকে অনুমতি নিয়ে বাংলায় কথা বললেন। এর দ্বারা উপস্থাপিকাকে মূলত কটাক্ষ করলেন এবং একটি শিক্ষা দিলেন। তিনি বোঝাতে চাইলেন যে এটা ইংরেজীতে উপস্থাপন করার মতো কোন অনুষ্ঠান না। এই ঘটনায় কি আমাদের সম্মান বাড়ল?
অনুষ্ঠান শুরু হওয়ার কথা ১২.০১মিনিটে। কিন্তু শুরু করতে প্রায় ২ মিনিট দেরি করে ফেলল।
এটা কোন ভাবেই কাম্য ছিল না। এর দ্বারা আমাদের প্রস্তুতি যে অগোছালো ছিল তাই প্রমান হলো। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এবং খেলার সময় যদি এমন কোন ঘটনা ঘটে আমাদের ভাবমূর্তি কোথায় যাবে?
আমরা জানি বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব। বর্তমান সময়ে সেরা পারফরমারও সাকিব। সে হিসেবে সাকিবকেই এই অনুষ্ঠানে উপস্থিত রাখা উচিৎ ছিল।
কিন্তু কেন রাখা হলো না? এটা কি সাকিবকে অপমান করা হলো না? মাশরাফিকে ২য় বার অধিনায়ক করার আগে সাকিব পদত্যাগ করেছিল। কারণ তাকে অনেক অপমান সইতে হয়েছিল।
সাকিব গত প্রায় ২ বছর ধরে অধিনায়ক হিসেবে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চলেছে। এই অবস্থায় সাকিবকে বাদ দিয়ে আবার মাশরাফিকে অধিনায়ক করা আমি অত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করি। সেই সাথে হবে আরেকবার সাকিবকে দারুন ভাবে অপমান করা।
আমাদের মাথা মোটা কর্মকর্তারা তা বুঝবে কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।