আমাদের কথা খুঁজে নিন

   

ভদ্রতা শিখবে ...............ভদ্রতা

গুরজন দের কাছ থেকে প্রায় সময় শোনা যায় ভদ্র হতে টাকা পয়সা লাগে না। অথবা যদি ভদ্র হতে চাও পড়ালেখা কর। বা ভদ্র যদি হতে চাও ,ঈস্কুলেতে যাও। কিন্তু আমি বলব যদি ভদ্রতা শিখতে চাও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে যাও। মহান একজন বেক্তি মানবতাও পরিপূর্ণ ।

ভারত এবং পাকিস্তানের কাস্মির সীমান্তে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে সেটা আপনারা জানেন। সর্বশেষ ভারতের এক সেনার মাথা কেটে নেবার পর ভারতের নেতাদের প্রতিক্রিয়া তুলে ধরা হল। '' ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী সুষমা স্বরাজ বলেছেন, একটি মাথার বিনিময়ে ভারতের উচিত পাকিস্তানি সেনাদের অন্তত ১০টি মাথা কেটে আনা। উত্তর প্রদেশের শের নগরের খৈরাইর গ্রামে হেমরাজের পরিবারকে গত সোমবার সান্ত্বনা দিতে যান বিজেপির সভাপতি নিতিন গড়কড়ি, সুষমা, রাজনাথ সিংসহ অনেকে। এ সময় সুষমা বলেন, 'হেমরাজের মাথা ফেরত না দিলে তাদের (পাকিস্তানি সেনার) ১০ মাথা চাই! সরকারকে অবশ্যই শহীদের (হেমরাজের) মাথা ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে।

আমরা এ ঘটনার প্রতিশোধ চাই। ' তিনি মনমোহন সরকারকে ইঙ্গিত করে বলেন, 'কিন্তু একটি দুর্বল সরকারের কাছে এটা আশা করা যায় না। ''সেনাবাহিনী প্রস্তুত : ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং গতকাল জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার প্রতি সব ধরনের হুমকি মোকাবিলা এবং শত্রুদের পরিকল্পনা নস্যাতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত। নয়াদিল্লিতে ৬৫তম সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিক্রম বলেন, 'ভারতীয় সেনাবাহিনী সব ধরনের হুমকি পেশাগতভাবেই মোকাবিলা করবে। ' হকি খেলোয়াড়দের দেশে ফেরত পাঠানো হচ্ছে : কাশ্মীর ইস্যুতে দুই দেশের উত্তেজনার রেশ পড়েছে ক্রীড়াজগতেও।

হকি ইন্ডিয়া লিগে খেলতে যাওয়া পাকিস্তানের ৯ খেলোয়াড়কে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের বয়স্ক নাগরিকদের গতকাল মঙ্গলবার থেকে অন অ্যারাইভাল ভিসা (বন্দরে নামার পর তাৎক্ষণিকভাবে দেওয়া ভিসা) দেওয়া শুরুর ঘোষণা দিয়ে তা আবার স্থগিত করেছে ভারত। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নেওয়া হলো। ভারতীয় সূত্র জানিয়েছে, ভিসা নিয়ে ভারতে প্রবেশকারী পাকিস্তানি নাগরিকরা কী ধরনের সুযোগ-সুবিধা পাবে, কয়েকটি সংস্থা এ ব্যাপারে ব্যাখ্যা দাবি করায় ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সম্প্রতি কাশ্মীর সীমান্তে সংঘর্ষের কারণে সৃষ্ট উত্তেজনাও বিষয়টিতে প্রভাব ফেলেছে।

দুই দেশের মধ্যে স্থলপথে পারাপারের একমাত্র সীমান্ত ফাঁড়ি পাঞ্জাবের ওয়াগায় এ ভিসা কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। উভয় পক্ষের এক চুক্তির আওতায় যাঁদের বয়স ৬৫ বছরের বেশি শুধু তাঁদেরই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ''''''' আর বাংলাদেশের মাননিও সরাস্ত্রমন্ত্রিকে সীমান্ত হত্তা নিয়ে প্রশ্ন করা হলে তার জবাবে তিনি বলেন , ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা হয়েছে, সীমান্তে কোনো পক্ষই গুলিবর্ষণ করবে না। আর গুলিবর্ষণ করা হলেও তা হবে একমাত্র আত্মরক্ষার প্রয়োজনে। তিনি আরো বলেন, 'কয়েক দিন আগে সীমান্তে যে দুজন গুলিতে নিহত হয়েছেন তা বাংলাদেশের সীমান্তে নয়, ভারতীয় সীমান্তের অভ্যন্তরের ঘটনা।

আমরা বিষয়টি তদন্ত করেছি। এ ছাড়া আমরা গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদও জানিয়েছি। ' ভাল যুক্তি। মাননীয় মন্ত্রী সাহেব আপনার কাছে আমাদের একটা অনুরোধ ২০১৪ সালে আপনি একটি স্কুল প্রতিষ্ঠা করুন যার নাম হবে '''''ভদ্রতাই উৎক্রিস্ট পন্থা''''' এখানে অতি যত্ন সহকারে ভদ্রতা শিখান হয় এতে করে আমরা অভদ্র জাতি ভদ্রতা শিখব আর আপনি টু পাইস কামাবেম। ফলে কষ্ট করে আপনাকে আর রাজনীতি করতে হবে না।

নির্বাক জাতি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.