আমাদের কথা খুঁজে নিন

   

ভদ্রতা বা courtesy

জীবন চলছে। চলতেই হবে। এই চলার পথের চেনা-অল্পচেনা অথবা অচেনা মানুষগুলোর গল্প এভাবেই বলে যাবো প্রতিনিয়ত ।

'ভদ্রতা' বলে একটা জিনিস আছে এটা বোধ হয় মানুষ আস্তে আস্তে ভুলেই যাচ্ছে। আজকাল কারো জন্য কিছু করলে ভদ্রতা করে 'ধন্যবাদ' কথাটা বলতে বোধ হয় তাদের খুব কষ্ট হয়।

'মানুষ মানুষের জন্য'- এই কথাটা মাথায় রেখে সুযোগ পেলেই যতটুকু সম্ভব মানুষের উপকার করতে চেষ্টা করি। এর কোন প্রতিদান কখনও আশা করিনি। পরিচিত একজন ৩/৪ দিন আগে হঠাৎ জানালো তার অ্যাসাইনমেন্টের জন্য একটা ডকুমেন্ট দরকার ,যা নিয়ে বেশ কিছুদিন আগে আমি কাজ করেছিলাম। সে যত তাড়াতাড়ি সম্ভব তা পাঠাতে বলেছিল কারন এটা নাকি অনেক জরুরী। ৩বছর আগের একটা কাজ খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়।

অনেক খোঁজাখুঁজি করে বের করার পর মেইল করে দেই। মেইল করে আমি ওনাকে ফোন করে কনফার্ম হয়ে নেই মেইলটা উনি পেয়েছেন কিনা। মেইল পেয়েছেন জানতে পেরে নিশিচন্ত হই। কিন্তু আমার কাছে খুবই আশ্চর্য লাগলো , উনি একটিবারের জন্যও 'ধন্যবাদ' কথাটি উচ্চারণ করলেন না। ভদ্রতা দেখাতে তো কোন পয়সা লাগে না।

[আমার লেখাটি পড়ে অনেকে হয়ত ভাবতে পারেন , "কি বেহায়া ! একটা ধন্যবাদ পায়নি একথাটাও ব্লগে লিখছে। " যে যাই মনে করুন , আমি শুধু আমার মনের কিছু না বলা কথা কোথাও লিখে একটু হাল্কা হতে চাইছি। এসব কথা তো আর পরিচিত কাউকে বলতে পারবো না । তাই ব্লগেই লিখলাম। অগোছালোভাবে কিছু লেখা।

হোক অগোছালো, মনের কথাগুলো তো বলতে পারলাম। ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.