আমাদের কথা খুঁজে নিন

   

গবেষণার সহায়তায় স্মার্টফোন

টাকা-পয়সা, কাপড়-চোপড় এমনকি ভালো পরামর্শও দান করা যায়। জানা গেছে, মুঠোফোনের অব্যবহূত কম্পিউটিং ক্ষমতাকেও আপনি এবার দানের কাজে বা এর সহায়তায় ব্যবহার করতে পারবেন। এইডস চিকিত্সায় নতুন পদ্ধতি উদ্ভাবনে এ কম্পিউটিং শক্তি নিয়ে কাজ করবেন গবেষকেরা।

সম্প্রতি এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরা তাঁদের অব্যবহূত কম্পিউটিং শক্তিকে এইডস সংক্রান্ত গবেষণার জন্য দান করতে পারবেন। অব্যবহূত অবস্থায় পড়ে থাকা দানকৃত এই কম্পিউটিং শক্তির একটি নেটওয়ার্ক ব্যবহার করে বিজ্ঞানীরা নতুন চিকিত্সা পদ্ধতি উদ্ভাবনে কাজ করবেন। কম্পিউটিং শক্তি দান করার জন্য কোনো অর্থ খরচ হবে না তবে স্মার্টফোনে পূর্ণ চার্জ আর সেটা ওয়াই-ফাই সংযোগে থাকতে হবে। পাশাপাশি স্মার্টফোন বা ট্যাবলেটটি তখন অব্যবহূত অবস্থায় থাকতে হবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.