আমাদের কথা খুঁজে নিন

   

রাবি শিক্ষকের স্ত্রী, মাদ্রাসা ছাত্রী উত্ত্যক্ত:

কি বলব

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সোমবার নগরীতে এক তরুণকে আটক করেছে পুলিশ। বরগুনায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বিচার ডাকায় ওই ছাত্রীর ঘরে আগুন দিয়েছে এক বখাটে। সোমবার পুলিশ তাকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, দুপুরে পদ্মা আবাসিক এলাকা থেকে আটক তরুণের নাম লাইজু (২৬)। সে নগরীর শিরোইল এলাকার লাকীর ছেলে।

এলাকায় বখাটে হিসেবে পরিচিত বলে পুলিশ জানায়। তালাইমারী ফাঁড়ি পুলিশ তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করেছে। বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক সহযোগী অধ্যাপকের স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগে লাইজুকে আটক করা হয়। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওই অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্ত্রী নিয়মিত পদ্মা আবাসিক এলাকার বাসা থেকে তাদের দুই ছেলে-মেয়েকে স্কুলে আনা-নেওয়া করেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে স্কুল থেকে আসার পথে লাইজু রাস্তায় তার স্ত্রীর প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করলে বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়। সোমবার একইভাবে উত্ত্যক্ত করলে আগে থেকে অবস্থান নেওয়া সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে। বরগুনা প্রতিনিধি জানান, দুপুরে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে পাথরঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বেলাল হোসেনকে। বেলার সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের শাহজাহান মৃধার ছেলে।

এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়ই তার ১১ বছরের মেয়েকে বেলাল হোসেন উত্ত্যক্ত করত। এ নিয়ে শুক্রবার ডাকা শালিস বৈঠকে গ্রামের লোকজন বেলালকে বেত্রাঘাত করে। ওই রাতেই বেলাল তার সহযোগী জুয়েলকে নিয়ে তাদের রান্নাঘরে আগুন দেয়। বরগুনা থানার ওসি মো. বাবুল আখতার বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে বেলাল ও জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জুয়েল পলাতক রয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.