আমাদের কথা খুঁজে নিন

   

হাজার বছরের পুরোনো ধূলো

জীবন পথে একলা চলি।

হাজার বছর হাঁটি তোমার পাশাপাশি। তোমার হাতে রেখে হাত, চোখে রেখে চোখ। বসি পাশা পাশি, তুমি আর আমি। সামনে দিগন্তজোড়া বালু রাশি রাশি। কাঁশবন পেরিয়ে, দিগন্ত ছাড়িয়ে; উড়ে যায় বক, চেয়ে অপলক। থৈ থৈ নাচে হাওড়ের জল, মাঝ গাঙ্গের নাও খায় দোল। খুলে দেয় কপিলা মেঘকালো চুল, গুজে দেয় কুবের হাতে থাকা ফুল। থৈ থৈ নাচে হাওড়ের জল, মাঝ গাঙ্গের নাওটি আবারও খায় দোল! বার বার, আবারও ফিরে আসি, বন্দি হই শহরের ইট কাঠে, ক্ষণে ক্ষণে, মনে মনেই একটু হাসি, ফিরে যাই, রাতজাগা ঐ গ্রামের মাঠে ফিরে যাই, যেখানে উড়ে সাদা বক। তারপরও, শ্বাস নিই শহরের বাতাস, শহরময় উড়ে কেবলই, হাজার বছরের পুরোনো ধূলো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.