আমাদের কথা খুঁজে নিন

   

মজুরি ঘোষণা এবং ¯^রাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।

মানোনীয় ¯^রাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন, গার্মেন্টস মালিকরা নভে¤^র থেকে নতুন মজুরির কমিটমেন্ট করে ডিসে¤^র থেকে নতুন মজুরি কার্যকর করার কথা বলার কারণে শ্রমিকরা মুভমেন্ট করছে। তথ্য পিটিবি নিউজ।

হয়তো মন্ত্রী মহাদয় হয়তো তাঁর বাহিনী থেকে প্রাপ্ত খবরে এই ধরনের বক্তব্য দিয়েছেন। তারপরও তিনি মালিকদের কমিটমেন্ট সংক্রান্ত যে তথ্য দিয়েছেন সেটা আর বাস্তব ঘটনার সঙ্গে মিলিয়ে কথা বললে ভাল হতো। আসলেই মালিক নভে¤^র থেকে বেতন দিতে চেয়েছিলেন না ডিসে¤^র থেকে? তার মানে কোন মাসের বেতনের সাথে বাড়তি টাকা পাওয়ার কথা ছিল? আমাদের অধিকাংশ গার্মেন্টস কারখানার মালিক শ্রমিকদের ঠকাতে চিন্তাগতভাবেই ভাল বাসেন। এই কারণেই শ্রমিকদের সঙ্গে সম্পর্ক খারাপ। এর পর যদি মন্ত্রী মহাদয় এই ধরনের বক্তব্য আসে তাহলে সেই বিক্ষুব্ধ শ্রমিকদের কাছে কি ম্যাসেজ যাবে? কথা উঠেছে ন্যূনতম মজুরি ঘোষণার সময় মালিকরা নভে¤^র থেকে নতুন মজুরি দিতে চেয়েছিলেন।

দেননি। তার কারণেই-- আচ্ছা, সেই সময়ে সোয়েটার শ্রমিকদের কাজের রেট সম্পর্কে কোন কথা উল্লেখ ছিল? নভে¤^রের ঈদে বাড়তি বেতন অনুসারে ঈদ বোনাস দেয়ার কথা ছিল? সেই সময় কি সোয়েটার শ্রমিকদের কাজের রেট সম্পর্কে কোন কথা ছিল? আমি জানি না এই সব বিষয়গুলোর সাথে শ্রমিক অসন্তোষের কোন সম্পর্ক অঅছে কিনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.