আমাদের কথা খুঁজে নিন

   

"অসময়ে বৃষ্টি" আর "ভালোবাসা"

লিখতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। নতুন নতুন "গল্প" লিখতে বেশী ভালো লাগে। ।


তুমি নেই তাই অসময়ে বৃষ্টি ঝরছে!
খেয়ালিরা হারায় মেঘের আড়ালে,
ঝিরি ঝিরি ছিটে ফোঁটা ছড়িয়ে পড়ছে!
টিপ টিপ টাপুর টুপুর বারি ঝরছে।



কবিতারা ছন্দে দুলছে সারাবেলা।
পুরনো স্মৃতিরা করছে ছুই ছুই,
উদাস মনে রং লেগেছে
স্বপ্নিল পাখিরা ফিরছে নীড়ে।

শীতল হাওয়া গুমোট পরিবেশ।
কাঁদা ভরা মাঠটা দেখতেও লাগছে বেশ!
চিলেকোঠায় পাখিদের কিচির মিচির চলছে

বসন্তের প্রথম বৃষ্টি হচ্ছে আজ,
তুমি নেই তাই অসময়ে বৃষ্টি ঝরছে!



ভালোবাসা

আমার পাওয়া না পাওয়ার মাঝে শুধু একটাই পূর্ণতা,
সেটা তোমার ভালোবাসা!

তোমার মাঝে আমার জগৎ টাকে খুজে নেওয়া।
আমার একাকীত্ব সময়টুকু তোমার মিষ্টি হাঁসির মাঝে বিলিয়ে দেওয়া।


আমার শূন্যে আকশে তুমি ভেসে চলা মেঘমালা!

গভীর উদ্বেগের মাঝে এক টুকরো হাঁসি,
সেটা তোমার ভালোবাসা।

উষ্ণতায় তুমি হিম তুমি।
বসন্তের কোকিলের সুরে মিশে আছো তুমি।

হোঁচট খেয়ে যেটুকু পথ চলা,

সেটা তোমার ভালোবাসা!!

যখন তুমি আমার খুব কাছাকাছি থাকো,
তাঁর নাম ভালোবাসা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।