আমাদের কথা খুঁজে নিন

   

অসময়ে তার ফিরে আসা



তার সাথে প্রথম দেখা শীতের বিষন্ন এক বিকেলে, অর্ধযুগ সংসার নামক ভাতঘুমটা দিয়ে সবে আড়োমোড়া ভেঙ্গে যেইনা নীলাকাশটার দিকে তাকালাম অমনি ধুপধাপ শব্দ, দরজায় কড়া নাড়ার শব্দ। আমি অনেকটা বিরক্ত হয়ে দরজা খুলি দেখি সটান দাড়িয়ে সে, যাকে খুজছি আমি যুগ যুগ ধরে। তাকে দেখে আমার চিতকার করে ওঠার কথা খুশীতে নেচে ওঠার কথা আনন্দে হৈহৈ করে ওঠার কথা সুখে কেদে ফেলার কথা, আমি কিছুই করলাম না। একবুক হাহাকার নিয়ে বললাম, এলেই যদি এত দেরী করে কেনো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।