আমাদের কথা খুঁজে নিন

   

অসময়ে গন্তব্যে

মুখোশ

উৎসর্গঃ বন্ধু-অনুজ ‘সাইফ’কে, যে পৃথিবী্র পথে ১৭ বছরের পথচলা শেষ করেছে গতপরশু। কী কঠিন বৈপরীত্য!! অসদৃশ্য দেয়াল তুলে যে অনীহা ছিল দাঁড়িয়ে তা'ই আজ পরম প্রার্থিত………… জীবনকালীন যে চেষ্টা করেছে শ্বাস-বন্ধের খেয়ালীপনায় আজ সে শ্বাস-নিঃশেষিত ।। মধ্যাহ্ন-পর জোরপূর্বক নিদ্রাতুর-বিনিদ্র চোখজোড়া এখন ঘুমিয়ে থাকে পূর্বাহ্ন থেকে অপরাহ্ন, অপরাহ্ন থেকে পূর্বাহ্ন, শত অনুযোগে, শত আবেদনেও সে এখন চোখ খোলেনা ফিরে দেখেনা আর চিরন্তন দৃষ্টিতে ।। শ্বাস-কালীন অগ্রজের পিঠে’র সেই ঘোড়সওয়ার সতিই আজ চড়ে বসে কাঁধে, তারপর অন্তিম এক যাত্রার প্রস্তুতি নেয়- সর্বাঙ্গে সমর-আলখাল্লা জড়িয়ে সে চড়ে বসে মাটির বেঁদীতে, তারপর তা নিম্নপানে ধেঁয়ে যায়- ভূগর্ভ ছেদে বেরিয়ে যায় মহাশূ্ন্যে যেখানে শুধুই অনুভূতি’র গল্প !! পৃথিবীর এ প্রান্ত হতে স্মৃতি রোমন্থন চলে যুগ-যুগান্তরে, ঐ পাশে কিছু হয় কিনা তা আমার কাছে অজানা, সবার কাছে অজ্ঞাত !! উত্তরদাতা এক, অদ্বিতীয়……………

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।