আমাদের কথা খুঁজে নিন

   

অসময়ে কৌতুক দিলাম!!!

অন্যের থেকে ও অন্যরকম এমন কিছু করার শখ।

অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য একটা দ্বীপে বন্দি করে রাখা হতো। সেই দ্বীপের প্রবেশদ্বারে অপরাধী এক পুলিশ, এক চোর আর এক ছিনতাইকারীকে আটক করল দ্বীপের দারোয়ান। দারোয়ান: এই দ্বীপে লোকসংখ্যা খুব বেশি হয়ে গেছে। তোমাদের তিনজনকে জায়গা দেওয়া সম্ভব না।

আমি তোমাদের তিন জনকে একটা করে প্রশ্ন করব। যে সঠিক উত্তর দিতে পারবে না, শুধু তাকেই দ্বীপে যেতে হবে। বাকিরা আপাতত বাইরেই থাকবে। দারোয়ানের কথা শুনে পুলিশ, চোর ও ছিনতাইকারীর মনে আশার সঞ্চার হলো। দারোয়ান: প্রথম প্রশ্ন করব ছিনতাইকারীকে।

বলো তো, সবচেয়ে বেশিসংখ্যক যাত্রী নিয়ে কোন জাহাজ ডুবে গিয়েছিল? ছিনতাইকারী: টাইটানিক। দারোয়ান: উত্তর সঠিক। এবার চোর, তুমি বলো। জাহাজটিতে যাত্রীর সংখ্যা কত ছিল? চোর: আমি টাইটানিক ছবিটা দেখেছি। যত দূর মনে পড়ে, যাত্রীর সংখ্যা ছিল ৪৪৫৬।

দারোয়ান: উত্তর সঠিক। এবার পুলিশের পালা। পুলিশকে প্রশ্ন করার আগেই সে ডুকরে কেঁদে উঠল। দারোয়ান: কাঁদছ কেন? পুলিশ: আমি তাদের সবার নাম বলতে পারব না! আরো পড়তে এখানে ক্লিক করুন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।