আমাদের কথা খুঁজে নিন

   

হাজার বছরের প্রতিক্ষীত এক বৃষ্টি

এখানে গাধাদের প্রবেশ করা নিষেধ

যদি চোখ ধাধানো এ নগরে কোন দিন আকাশ ভেঙ্গে বর্ষা নামে , তবে জেনে রেখো , আকাশের বুকে গাংচিল উড়াদিনে আমিও উড়ে যেতে চেয়েছিলাম তোমার কাছে । আমি উড়ে যেতে চেয়ে ছিলাম,ক্ষুধা আর দারিদ্রতাকে পেছনে ফেলে । আমি উড়ে যেতে চেয়ে ছিলাম মুর্খ গন্তন্ত্রকে পেছনে ফেলে , আমি উড়ে যেতে চেয়ে ছিলাম নোংরা কাব্যকে পেছনে ফেলে , আমি উড়ে যেতে চেয়ে ছিলাম গাড়ল ধর্ম তত্বকে পেছনে ফেলে , আমি উড়ে যেতে চেয়ে ছিলাম কিম্ভুত অট্রালিকা গুলিকে পেছনে ফেলে , আমি উড়তে চেয়ে ছিলাম যুদ্ধ বিমান গুলির আগে , আমি অতিক্রম করতে চেয়েছিলা তোমার গাড়ির গতি , আমি ঢুকে পড়তে চেয়েছিলাম তোমার একান্ত আপন ভুবনে । কিন্তু পারিনি , এ দানব শহর আমাকে উড়তে দেয়নি , আমার ডানা গুলিকে করেছে ক্ষত-বিক্ষত । বহুজাতিক কোম্পানীগুলি আমাকে উড়তে দেয়নি , আমি বার বার বাধা পেয়েছি বিলবোর্ডে , আমার আকাশ হয়েছে সংকীর্ন ।

সুসভ্য নাগরিকগন আমার অসহায়ত্যে হয়েছেন আনন্দিত । আমার স্বপ্নেরা অপরিচিত হয়েছে ,রঙ্গিন হয়েছে , জীবন থেকেও জীবন্ত হয়ে ধরা পরেছে টিভি পর্দায় । আমি আজ অপরিচিত আমার কাছেই , ক্রমাগত ঝরে পড়ছে আমার পালক , পালকের জায়গা দখল করে নিচ্ছে বিশ্বখ্যাত কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন । তবুও , রাত জাগি বৃষ্টি নামবে বলে চার”শ বছরের পুরনো এই নগর নামবে হাজার বছরের প্রতিক্ষিত এক বৃষ্টি । বৃষ্টি নামবে সুরম্য অট্রালিকার জানালার ধারে , বৃষ্টি নামবে রেল স্টেশনের কুড়ে ঘরে , বৃষ্টি গড়িয়ে পড়বে আমার গা বেয়ে , বৃষ্টি পৌছে যাবে গলির অন্ধকারে ছোট্র কুটিতে , বৃষ্টি নির্দ্বিধায় আছড়ে পরবে ১৪ তলা ভবনের ছাদে ।

না,বৃষ্টি ঢূকবে না সংসদে , বৃষ্টি ভিজিয়ে দেবেনা গন ভবনের ছাঁদ , বৃষ্টি এড়িয়ে যাবে বংগ ভবনের পথ , প্রতিক্ষীত এ বৃষ্টির এসব জায়গা পছন্দ নয় । বৃষ্টিতে ধুয়ে দেবেৃ সব মুর্খতা আর ক্ষুদ্রতা , ভেঙ্গে পরবে অন্ধ অহমিকা । বৃষ্টিই করবে সমতার বিধান , আকাশ হবে মুক্ত আমি পাবো উড়বার আকাশ । উড়ে উড়ে অতিক্রম করবো ভালোবাসার সমান দুরত্ব আর ,পৌছে যবো তোমার খূব কাছে , তোমার একান্ত ভুবনে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.