আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডন স্টক এক্সচেঞ্জ এ এশিয়া এনার্জির দালাল ও ইনভেস্টরদের চ্যাটিং



প্রস্তাবিত খসড়া কয়লা নীতি ২০১০ জনগণের মতামত সংগ্রহের জন্য জ্বালানী মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়ার খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয় গত ২৫ অক্টোবর। ২৭ অক্টোবর লন্ডনের একটি নামকরা ফাইনান্সিয়াল ম্যাগাজিন মানিউইক লন্ডন ভিত্তিক কোম্পানি জিসিএম এর বাংলাদেশী সাবসিডিয়ারি এশিয়া এনার্জি বাংলাদেশ লিমিটেড ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনি প্রজেক্টের ব্যাপারে গ্রীণ সিগনাল পেতে যাচ্ছে বলে লন্ডনের শেয়ার বাজার গরম করা এক খবর প্রকাশ করে। শুধু তাই নয়, এই সংবাদের ব্যাপারে মানিউইক এর ওয়েবসাইটে কয়েকজন বাংলাদেশী প্রতিবাদ জানালে সেখানে এক পাল্টা মন্তব্যে এশিয়া এনার্জির এক দালাল খসড়া কয়লা নীতি ২০১০ এর কথা উল্ল্যেখ করে ”অবশেষে চাকা ঘুরতে শুরু করেছে” বলে উচ্ছাস প্রকাশ করে। (সূত্র: Click This Link) প্রস্তাবিত কয়লা নীতিটি পড়লে বোঝা শক্ত নয় এশিয়া এনার্জি এবং তার দালালরা কেন এটি নিয়ে উচ্ছ্বসিত! লন্ডন স্টক এক্সচেঞ্জ এর শেয়ার বিষয়ক একটা Chat পেইজ আছে যেখানে শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার নিয়ে বিভিন্ন ডাক নামে(ছদ্মনাম) মতবিনিময় করে। ফুলবাড়ির উন্মুক্ত কয়লা খনির প্রজেক্ট বাস্তবায়নে এশিয়া এনার্জির নানান তৎপরতা ও তার শেয়ারহোল্ডার ও দালালদের নানান তৎপরতা/প্রতিক্রিয়ার একটি ভারচুয়াল নিদর্শন হতে পারে এই চ্যাট পেইজটি। সেই চ্যাট পেইজটি লক্ষ করলে আমরা দেখবো বাংলাদেশের সা¤প্রতিক ঘটনাবলী কেমন করে লন্ডন এর ষ্টক এক্সচেঞ্জ এ প্রভাব ফেলছে এবং এসব ঘটনাকে কেন্দ্র করে কেমন ভাবে জিসিএম অর্থাৎ এশিয়া এনার্জির শেয়ারের দাম বাড়ছে কমছে, বিনিয়োগকারী ও এশিয়া এনার্জির দালালদের উচ্ছ্বসিত কিংবা দু:খিত করে তুলছে: ফুলবাড়ির লংমার্চ, সা¤প্রতিক খসড়া কয়লা নীতি, পেট্রবাংলার চেয়ারম্যনের বক্তব্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখহাসিনার বিট্রিশ প্রধানমন্ত্রীকে দেয়া বিদেশী বিনিয়োগ বান্ধব প্রতিশ্র“তির খবর কোন কিছুই এদের শকুন দৃষ্টি এড়িয়ে যায় না। আমরা যারা উন্মুক্ত না, রপ্তানি না, বিদেশী না-- তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির এই অবস্থানের সাথে একমত পোষণ করি, তাদের জন্য ভীষণ জরুরী হয়ে পড়েছে লন্ডন ষ্টক এক্সচেঞ্জকে কেন্দ্রকরে এশিয়া এনার্জির তৎপরাতার উপর পাল্টা নজরদারি করা। এই নজরদারির প্রাথমিক কাজ হিসেবে নিচের লিংক থেকে গত ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এশিয়া এনার্জির শেয়ার হোল্ডার ও দালালদের শেয়ারের দাম বাড়ানোর নানা তৎপরতার চুম্বক অংশ তুলে ধরা হলো: Click This Link ১) গত ২ নভেম্বর লন্ডন স্টক এক্সচেঞ্জ এর শেয়ার বিষয়ক চ্যাট এ steveho নামের একজন ২৩:৫১ মিনিটে পেট্রবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর সাহেবের কমপক্ষে ২ টি উন্মুক্ত খনি দরকার বলে যে মিডিয়ায় মতামত দিয়েছেন সে বিষয়ে নিম্নোক্ত মন্তব্যটি করেন: Looks like the go ahead is imminent they're just building up the courage..think the guy is a little late on his time scales though. November 2, 2010, 4:17 am "To overcome the prevailing energy crisis in the country, there was no alternative to use of coal right from this very moment," the Petrobangla chief warned asserting that in order to fulfill the electricity-demand, extraction of coal, in at least two mines, should be done under the open-pit system Click This Link ২) পরদিন ৩ নভেম্বর ৬:৪২ এ Arleya নামের একজন steveho কে উদ্দেশ্য করে বলে: Great article mate. As said many many times.Patience required and we will reap vast rewards here ৩) এরপর আরো অনেকেই স্টিভেহোকে দারুণ আর্টিক্যাল উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানায়। বুধবার ৭:৪৪ এ SGbaby’র মন্তবটি গুরুত্বপূর্ণ: Lets hope we can reverse this downwards trend today. The positive thing that I have taken from the last 7 days is, yeah they have all been red, but we have dropped a total of 27p, which is only 10% off our recent high ৪) blinko নামের একজন বুধবার ৮:৩৯ এ গত ২৪ থেকে ৩০ অক্টোবরের ৭ দিন ব্যাপি ফুলবাড়ি লংমার্চ বিষয়ে Bangladesh's Long March: 7 Days, 250 Miles, & 50 rallies শীরোনামের খবরের নিম্নোক্ত লিংকটি দিয়ে জানতে চায়: ”Is this a green light or a red ligh?" Click This Link ৫) Searcher নামে একজন বুধবার ৯:২৬ এ জবাব দেয়: ”Idiot, many of them are being paid to be there......lol" ৬) Steveljewell ৯:৩০ বুধারে এ মন্তব্য করে: ”What a poor deramp & laugh: 7 Days, 250 Miles ...... .............. and a lot of wasted shoe leather - It's going ahead." ৭) লংমার্চ নিয়ে হাসি তামাশা করলেও লংমার্চের খবর ছড়িয়ে শেয়ারের দাম কমানোর জন্য সারচার, স্টিভেহো, স্টিভেলজুয়েল বিলিংকোকে গালাগালি করে। বিলিংকো বুধবার ১৩:৪৫ এ জবাব দেয়: I bought in at 219 and sold out at 240 whch wasnt a good move , i shouldve sold out when i hit my target of 260 but the coverage kept me in, the problem with GCM is that its only got the Pulbari mine and I feel at the moment there are better opps out there so i cashed profit, regardless of wether you think i am trying to de ramp to get a better price i simply dont have enough power to make the markets move i personally may look at the share again around 220 - 200 mark but i think for now there isnt any reason to stay in I beleive ther are some statements due Nov 10 and Dec - jan so maybe they may yield more info again i may be wrong and it might boom tomorrow but thats the chance you take good luck ৮) Arleya ১৮:৩০ এ মন্তব্য করে : All the news points to an imminent go ahead. Newsflow has never been so positive. If the doomsters rattle you, filter/ignore them, they know nothing but can still put doubt in your minds. It's easy to scare someone into selling. ৯) ManuDave ১৮:৫৩ তে এশিয়া এনার্জির শেয়ারের উপর পূর্ণ আস্থা প্রকাশ করে জানায়: Derampers don't worry me one bit. I have researched, researched then did a bit more and am completely happy with having my money in here. So much so that I bought another £2.4K yesterday, and I will be buying some more in the next few days when one or two more shares in the p/f should hopefully pop for me...he says. ১০) JHMB বৃহস্পতিবার অর্থাৎ ৪ নভেম্বর ৮:৫৪ তে মন্তব্য করে : GCM's Chief Executive Steve Bywater commented "The alliance with Aura was very successful in identifying a number of prospective opportunities in West Africa. However, as the focus for GCM is the Phulbari Coal Project in Bangladesh, the development of which is awaiting the approval of the Government of Bangladesh, this transaction is in the best interests of both companies." Been in here a long time and I am sure it is just about to happen soon for the booooooooom ১১) Captain-patience বৃহস্পতিবার ২১:৪১ এ শেখহাসিনার একটি মন্তব্যকে (”She said when the government is making its best efforts to accelerate national development the opposition are trying to foil the development works.) কেন্দ্র করে প্রশ্ন তোলে: ...could this refer to opposition money funding payments for the anti Phulbari march fiasco I wonder ???? - Maybe a subtle indication of what's coming very soon !!! Click This Link ১২)Captain-patience শুক্রবার ১২:৪১ এ শেখহাসিনার ব্রিটিশ এমপি কে দেয়া প্রতিশ্র“তি বিষয়ে মন্তব্য করে: Hasina informed the British MP that the government is offering attractive incentives for the foreign investors willing to invest in different sectors. Click This Link ১৩) Searcher একই দিনে(শুক্রবার ৪ নভেম্বর ) ১৯:৪৪ এ অধ্যাপক আনুমহম্মদ এর কয়লানীতি বিষয়ক সমালোচনা বিষয়ে মন্তব্য করে: Looks like Anu is having one last fight..... Campaigners call for coal policy revision "Anu Muhammad, member secretary of the National Committee to Protect Oil, Gas, Power and Ports, said the coal policy is nothing but "a strategy to make the people fool." "It was prepared to hand over the country's resources to foreign companies permanently," he said. "Asia Energy is doing business in London stock market, cashing in on our coal resources," he said." Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.