বলা হয়, এ প্রজন্ম খণ্ডকালীন চাকরির প্রজন্ম। শিক্ষার্থীদের পাশাপাশি অনেক পূর্ণকালীন চাকরিজীবীও এ চাকরি করেন। ঘণ্টা হিসেবে তাঁরা সেবা দেন। পারিশ্রমিকও পান সেই হিসাবে। ঘণ্টায় ২০ কিংবা ৫০ অথবা ১০০ ডলার পান।
ক্ষেত্রবিশেষে এই সম্মানী হয়তো হাজার ডলার ছাড়িয়ে যায়। কিন্তু তাই বলে ঘণ্টায় ৩১ হাজার ডলার! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ডোমিনোস পিৎজার জাপানি কোম্পানি লোভনীয় বেতনের এ চাকরির প্রস্তাব দিয়েছে।
জাপানে ডোমিনোস পিৎজার ২৫তম বার্ষিকী উপলক্ষে বিশাল অঙ্কের এ চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে এ চাকরিসংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
ঘণ্টায় হাজার ডলারের চাকরি হলেও এর জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। ১৮ বছরের বেশি যে কেউ এ চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে জাপানে কাজ করার অনুমতি থাকতে হবে প্রার্থীর।
জাপানের কর্মসংস্থানবিষয়ক একটি বেসরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, সে দেশে খণ্ডকালীন চাকরিতে ঘণ্টায় গড় আয় ১২ ডলার। এএফপি।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।