আমাদের কথা খুঁজে নিন

   

ঘণ্টায় ৩০০ ডলারে বিক্রি হয় মার্কাস



মোহাম্মদ আবুল হোসেন: নারীদের দেহব্যবসার কথা শোনা গেছে এতোদিন। এবার তার সঙ্গে যোগ দিয়েছে পুরম্নষরাও। উন্নত বিশ্বে পুরম্নষদের কেউ কেউ এখন বেছে নিয়েছেন এ ব্যবসা। তারা অর্থের বিনিময়ে মেয়েদের কাছে ভাড়ায় খাটে। এ ব্যবসার জন্য তাদেরকে রাষ্ট্র দিয়েছে স্বীকৃতি।

এরকম এক পুরম্নষ আমেরিকার মার্কাস (২৫)। পেশীবহুল সুঠাম দেহের অধিকারী এই ব্যক্তি প্রতি ঘণ্টায় নারীদের যৌন তৃপ্তি দিয়ে বিনিময়ে নেন ৩০০ ডলার। এ খবর দিয়েছে লন্ডনের ডেইলি মেইল। এতে বলা হয়েছে, তিনি এ পেশার জন্য ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন কলেজের পড়াশোনা। লস অ্যানজেলেসে নীল ছবির জগতে তিনি বেশ পরিচিত মুখ।

কিন্তু সেখান থেকেও বেরিয়ে এসেছেন। নেভাদার এই পুরম্নষকে রাষ্ট্র দিয়েছে স্বীকৃতি। এখন তিনি আইনগতভাবে আমেরিকার প্রথম পুরম্নষ দেহ ব্যবসায়ীর খেতাব জিতেছেন। ফলে নেভাদা এলাকায় তিনি এখন নিষিদ্ধ পলস্নীতে সবার নজরে। তার টার্গেট শুধুমাত্র নারী।

কিন্তু কোন পুরম্নষ তার পছন্দ নয় বলে তাকে নিয়ে অনেক নারী দেহ ব্যবসায়ী তাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সমপ্রতি তিনি ডিটেইলস ম্যাগাজিনের সঙ্গে এক সাড়্গাৎকার দিয়েছেন। তাতে তার সড়্গমতা নিয়ে কথা বলেছেন। বলেছেন, তার কাছ থেকে কোন নারী অতৃপ্তি নিয়ে ফিরবেন না। যুক্তরাষ্ট্রের প্রায় সর্বত্রই দেহ ব্যবসা অবৈধ।

কিন্তু নেভাদা সহ পশ্চিমা রাজ্যগুলোর কোন কোন অঞ্চলে তা বৈধ। লাস ভেগাস তার মধ্যে অন্যতম। মার্কাস নিজে আলাবামার সাবেক এক নৌসেনা। #সূত্র মানবজমিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.