আমরা এমন একটা সমাজে বাস করি
যেখানে মিথ্যে বলাটা যেন রাষ্ট্রীয় অধিকার-
আমরা খুন করি অবলীলায়-
ব্যক্তিকেন্দ্রিক সংঘাতে আমরা দিব্যি ভুলে বসি
এই সমজটা কারো একার নয়; সকলের।
আমরা এমন একটা সমাজে বাস করি
যেখানে মায়ের হাতে খুন হয় তারই ঔরসজাত সন্তান-
আমরা গলাটিপে হত্যা করি সমস্ত প্রতিবাদের ভাষা
নিভতে নিভতে আমাদের পুরোটাই আজ তাই বিস্তীর্ণ অন্ধকার !
অথচ একদিন আমরা শুধু স্বপ্ন দেখেছিলাম বলেই
জন্ম দিতে পেরেছিলাম ঐতিহাসিক একাত্তর,
বাবা কোনদিন ঘরে ফিরবেনা জেনেও আমরা
বিজয় মিছিলে আমাদের মা'দের কে কাঁদতে দেখিনি-
আমরা স্বপ্ন দেখেছিলাম বলেই
রুখে দিতে পেরেছিলাম রাষ্ট্রীয় ব্যাভিচার !!
অথচ আজ আমরা কেমন জানি পানসে-বিবর্ণ,
স্বপ্ন দেখার অন্তরালে সবাই একেকজন স্বার্থপর ঈশ্বর..
আমরা কি বদলে যেতে পারিনা?
আমরা কি রুখে দিতে পারিনা এই সমাজের ঘুনপোকা?
আমরা এখনও শেষ হয়ে যায়নি-
জোয়ার একদিন আসবেই- আসতে হবেই,
আর আমি বেঁচে থাকি এই বিশ্বাসে-
স্বপ্নের বীজ যদি একবার বোনা হয় তাকে রুখে দেবে কে ?
জানি.. কেউ না..... কেউ না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।