আমাদের কথা খুঁজে নিন

   

মিতা অ্যান্টি

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

মিতা অ্যান্টি সরি আপনাকে বাকি সবার মত আপা ডাকতে পারছি না, আপনি আমার বড় তো তাই আপনাকে অ্যান্টি ডাকবো। যদিও আপনি আমার অ্যান্টি হওয়ার যোগ্য না। অ্যান্টি আপনি হয়তো ভুলে গেছেন গান গাইলেও গায়িকা হতে পারা যায়, কিন্তু সকলের ভালোবাসা, শ্রদ্ধা অর্জন করা যায় না যদিনা সে অপরকে ভালবাসতে/ শ্রদ্ধা করতে জানে। দাড়ি/ টুপি রাখলেই যদি আমি বাঙ্গালি হতে না পারি তাহলে তো আপনি যার গান গাইতে থাকেন সেই রবীন্দ্রনাথ বাঙ্গালি নাহ (জাতির বিবেক কাছে প্রশ্ন)। ভুলে গেছেন আপনার জন্ম কোথায়??? আপনি যার উরশে জন্মগ্রহন করেছেন মানে আপনার বাবা, চাচা, দাদা, দাদার বাবা কেউ কি দাড়ি রাখেনাই??? উনারা কি জন্মগতভাবে মাকুন্দা (যার কোন দাড়ি নাই মানে হরমোনের প্রবলেম) ছিলেন নাকি??? আমার তো তাই মনে হচ্ছে। আপনার মা, খালা, চাচি দাদি, দাদির মা, আপনার বোন কি ওদের কেউ কি হিজাব করে নাই??? তাহলে তো আপনি জন্মগত ভাবে লেংটা জাতি মানে কোন লাজ শরম ছাড়া আদিম জাতি। ধর্ম কর্ম করলেই কি বাঙ্গালি হওয়া যায় না??? বাঙ্গালি হতে হলে কি আপনার মত নাস্তিক হতে হবে??? তাহলে তো সবার আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে!! নাকি??? আরেক অ্যান্টি বলেছেন, বাংলাদেশে মুসলিমরা সংখ্যালঘু। আর আপনি বলতেছেন, দাড়ি/ টুপি/ হিজাব করলেই বাঙ্গালি না। কি অ্যান্টি??? টেলিভিশন চ্যানেল গুলোতে চেহেরা দেখাতে পারলেই আপনাদের মাথায় উলটা- পাল্টা চিন্তার উদয় হয়??? ভুলে যান, নিজের জন্ম কোথায়??? ভুলে যান কারা আপনাদের এত উপরে উঠার সুযোগ করে দিছে??? আপনাদের আসলে ওইসব টেলিভিশন চ্যানেল গুলো থেকে অপমান করে বাইর করা উচিত। যত্তসব, মেন্টালি সিক ফালতু অ্যান্টির দল!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।