শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
এইতো কিছুদিন আগে ট্রেনে করে রাজশাহী থেকে ঢাকা আসছিলাম আমরা তিন বন্ধু। বিকেলের ট্রেন ছিল, দিনটি ছিল শনিবার। শনিবারের পদ্মায় (আন্তনগর ট্রেন) প্রচন্ড ভীড় হয়, আর ট্রেন কমপক্ষে এক ঘন্টা লেট হয়, সেদিনও ব্যতিক্রম ছিল না। তো আমরা গল্প করতে করতে সময় পার করছিলাম। আমাদের কোণাকুণি সিটে একটা কাপল বসে ছিল।
কেন জানি ওদের দেখে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল, দারুণ একটা জুটি। মেড ফর ইচ আদার। ভাইয়াটাকে মনে হল সদ্য চাকরী প্রাপ্ত ব্যাংক এক্সিকিউটিভ, আর আপুক ফাইনাল ইয়ারের ছাত্রী মনে হল। দুই তিনবার ছোট-খাট কারণে ওদের কে হেল্পও করলাম আমরা।
ওরা নামবে এয়ারপোর্ট ষ্টেশনে, আর আমরা নামব ক্যান্টনমেন্ট এ। এয়ারপোর্ট এ ট্রেন থামার বেশ কিছুক্ষণ আগেই ওই ভাইয়া আর আপু ব্যাগ গুছিয়ে দরজার কাছে এসে দাঁড়িয়ে ছিলেন। আমরা তখন সিটে বসে গল্প করছিলাম। হঠাৎ আমার এক বন্ধু আবিষ্কার করল, ওদের সিটের পেছনের ব্যাগে গোলাপ ফুলের তোড়া। বুঝলাম ওরাই ফেলে গেছে।
আমার বন্ধুটি বলতে লাগল, আপুকে ওটা দিয়ে আসতে পারলে ভাল লাগত। আমি বললাম, বলে যখন ফেলেছি, করে ফেলাই উচিত। কিন্তু সরাসরি আপুকে দিলে কেমন যেন দেখায়, চল আমরা বরং ভাইয়ার হাতে দেই। আমরা গেইটের কাছে গিয়ে ভাইয়াকে ডেকে ফুলের তোড়াটা দিয়ে দিলাম। ওরা বেশ মজা পেয়েছে, আপুটা তো হাসতেই লাগল, ভাইয়া কোনমতে বলল থ্যাঙ্ক ইউ!
আমরা সিটে এসে বসলাম, জানালা দিয়ে ওদের দেখা যাচ্ছিল।
ওরা যেন কারো তাড়া খেয়েছে, এমন ভাবে দ্রুত ষ্টেশন ছেড়ে গেল। আর আমরা আলোচনা করে কয়েকটা অনুসিদ্ধান্তে এলাম..
১. এই কাপলের খুব রিসেন্টলি বিয়ে হয়েছে, (হতে পারে, সেদিনই। ) কারণ, বিয়ের বেশ কিছুদিন হয়ে গেলে হাজবেন্ড ট্রেনে উঠে স্ত্রীকে ফুল প্রেজেন্ট করবে, এটা হওয়াটা একটু অস্বাভাবিক!
২. এরা সম্ভবত বাসা থেকে পালিয়ে এসেছে, কারণ আপু আর ভাইয়া কে খুবই চিন্তিত লাগছিল, আপুর লাগেজ বলতে একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো সহ একটা ব্যাগ। আর ষ্টেশনে নেমেই যেভাবে পালাল...
আপু আর ভাইয়া, জানিনা এখন আপনারা কোথায়, কেমন আছেন। জানি এই লেখা আপনাদের চোখে পড়বেনা, তবুও প্রার্থনা করি, সব প্রতিকূলতা কাটিয়ে উঠে আপনাদের জীবন সুখের হোক।
শুভকামনায়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।