গোড়গ্রাম মাঝপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে হালিমা-ফারুক ফাউন্ডেশন এ ক্যাম্প আয়োজন করে।
সকাল ১০টায় ক্যাম্পের উদ্বোধন করেন নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফজলুল হক তানসেন।
ক্যাম্পে গ্রামের তিনশ’ অসহায় দরিদ্র নারী-পুরুষ ও শিশুর চিকিৎসা সেবা, ওষুধ ও পরামর্শ দেয়া হয়।
আরএমও ডা. ফজলুল হক তানসেনের তত্বাবধায়নে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নিখিল চন্দ্র রায়, ডা. তপু ঘোষ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোস্তাফিজুর রহমান ও আইএইচটি রাজশাহীর ফার্মাসিস্ট রায়হান আলী ক্যাম্প পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আকবর আলী, মাঝপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদ, প্রাক্তন ইউপি সদস্য কছিম উদ্দিন, ফাউন্ডেশনের সভাপতি উমর ফারুক ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান পল্লব বক্তব্য দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।