বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীর সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের আব্দুর রউফের ছেলে লতিফুজ্জামান(২০)নিহত হয়েছে।
আজ বেলা তিনটার দিকে খালুর বাড়ীতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন লতিফুজ্জামান নামের এক যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে খালু মজিবুলের বাড়িতে বৈদ্যুতিক স্যুুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হন লতিফুজ্জামান। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফজলুল হক তানসেন নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।