নীলফামারীর ডোমার উপজেলার তিনটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। শুক্রবার রাতে এই নাশকতার ঘটনা ঘটে।
আগুন দেওয়া কেন্দ্র তিনটি হলো বামুনিয়া ইউনিয়নের বারবিসা, ডোমার সদর ইউনিয়নের চিকন মাটি ভাদুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভোগডাবুরী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বটতলী মাদ্রাসা । স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
তবে কেন্দ্রগুলো আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ডোমার থানার ওসি কফিল উদ্দিন জানান, আমি ঘটনাস্থলগুলো পরির্দশন করেছি। তেমন কোন ঘটনা ঘটেনি।
এদিকে ডোমার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিষ্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে ডোমার থানার ওসি বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল নয় চকলেট বোমার বিষ্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নাই। আইন শৃঙ্খলা বাহিনী গোটা উপজেলায় যে কোন ধরণের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।