আমাদের কথা খুঁজে নিন

   

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক ঘর ভষ্মিভূত

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজিবর পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩০পরিবারের শতাধিক ঘর ভষ্মিভূত হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী ও ডোমার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে অগ্নিকান্ডের ওই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থদের দাবী অগ্নিকান্ডে প্রায় ৫০লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের রমজান আলীর শোয়ার ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আব্দুল লতিফ, বাবুল হোসেন, মোহাম্মদ আলী, রোস্তম আলী, রফিকুল ইসলাম, আজিজার রহমান, আতাউর রহমাসহ ৩০পরিবারের শতাধিক ঘর ভষ্মিভূত হয়।

খবর পেয়ে নীলফামারী ও ডোমার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু জানান, অগ্নিকান্ডে ঘর ছাড়াও নগদ টাকা, ধান, চাল, তামাক, আলু, আদা, রসুন, আসবাব ভষ্মিভূত হয়।

ক্ষতিগ্রস্থদের দাবী অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নেভাতে গিয়ে শাহনাজ বেগম(২১), রেহানা বেগম(২৬), আলম ইসলামসহ(৩০) পাঁচজন আহত হন। তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক প্রামানিক জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.