নীলফামারীতে নীলসাগর এক্সপেস ট্রেনের ছাদ থেকে ইউসুফ আলী (২০) নামের এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার সকালে নীলফামারী রেলস্টেশন থেকে তার লাশ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানায় নেওয়া হয়। ইউসুফ দিনাজপুর জেলার বিরল উপজেলার সরকাবাদ গ্রামের এজামুল হকের ছেলে বলে জানা গেছে।
নীলফামারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোসাদ্দেক আলী জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আজ সকাল ৫টা ৪০ মিনিটে নীলফামারী স্টেশনে পৌঁছে। এসময় স্টেশনের থাকা লোকজন ট্রেনের ছাদে ওই যুবকের লাশ দেখতে পেয়ে তাকে জানায়।
এরপর তিনি রেলওয়ে পুলিশকে জানালে তারা যুবকের মৃতদেহ উদ্ধার করে।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআাই) আক্তার ফারুক জানান, যুবকের পরনে প্যান্টের পকেটে থাকা মানিব্যাগের একটি চিরকুটে মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে ফোন করে তার পরিবারকে জানানো হয়। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে। ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেনের ছাদে ঢাকা থেকে আসার পথে মাথায় আঘাত পেয়ে মারা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।