আমাদের কথা খুঁজে নিন

   

নীলফামারীতে বিএনপি নেতা খুন, আহত দুই

নীলফামারীর ডোমারে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন বিএনপি নেতা জালাল উদ্দিন(৪৫) এছাড়াও আহত হয়েছেন আরও দুইজন। আহত অপর বিএনপি নেতা রফিকুল ইসলাম ও মাহবুব উর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকালে ডোমার পৌর এলাকার আন্ধারুর মোড় নামক স্থান থেকে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জালাল উদ্দিন উপজেলার বামুনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়নের পাটোয়ারি পাড়ার মৃত. মহির উদ্দিনের ছেলে।

আহত মাহবুব উর রহমান ডাবলু ও রফিকুল ইসলাম জানান, নীলফামারী সদরের নতিবাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে আন্ধারুর মোড় দইখোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাত ১২টার দিকে দুর্বৃত্তরা পথরোধ করে তাদের গাছে সাথে বেঁধে রাখে। দুর্বৃত্তের বাঁশের খোচার আঘাতে ঘটনাস্থলে মারা যায় জালাল উদ্দিন।

ডোমার থানার ওসি কফিল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাসস্থল থেকে জালালের লাশ উদ্ধার করে নীলফামারীর মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ওই ঘটনার সাথে কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানান তিনি।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক কারণে বিএনপি নেতা জালালকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ প্রধান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.