আমাদের কথা খুঁজে নিন

   

নীলফামারীতে সিরামিক কারখানায় বিক্ষোভ

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নতুন বাবুপাড়ায় ‘সানিটা সিরামিকস’র দুশতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শ্রমিক জাহিনুর রহমান (২৮), আবুল বাশার (৩০), মামুন (২৯) ও হযরত আলী (৩৮) অভিযোগ করেন, তারা প্রায় চার বছর ধরে এ কারখানায় কাজ করছেন। কিন্তু এখনো তাদের পারিশ্রমিক দেয়া হয় আগের মতোই।
এ ছাড়া তাদের কোনো ছুটি না দেয়া এবং কথায় কথায় ছাঁটাই করার হুমকি দেয়া হয়। তারা নির্যাতন বন্ধ, ছয় মাস অন্তর ডাইস পরিবর্তন, ওজন পদ্ধতি বাতিল, পারিশ্রমিক বাড়ানোসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানান।


তারা জানান, সানিটা সিরামিকসের প্রোডাকশন বিভাগে ২৫০ জন শ্রমিক কাজ করেন। শুরু থেকে আজ পর্যন্ত ডাইস প্রতি তাদের পারিশ্রমিক দেয়া হচ্ছে সাড়ে ১৬ টাকা। অথচ অন্যান্য কারখানায় শ্রমিকদের দেয়া হয় ২৩ টাকা।
মাস শেষে একজন মিস্ত্রি পাঁচ হাজার এবং হেলপার সাড়ে চার হাজার টাকা পাচ্ছেন, যা দিয়ে কোনোভাবে সংসার চালানো সম্ভব হচ্ছে না।
সানিটা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক মোজাহিদুল ইসলাম ফারুক শ্রমিকদের দাবি অযৌক্তিক উল্লেখ করে বলেন, তাদের দাবি পূরণ করা হলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে।

নিয়মের পরিপন্থী কোনো দাবি পূরণ সম্ভব নয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.