আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনে ঢিলে তরুণীর মৃত্যু: রেলওয়ের মামলা

ঘটনা তদন্তে রেলওয়ের পক্ষ থেকে একটি কমিটিও করা হয়েছে। এদিকে ঢিল ছোড়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন বাদি হয়ে হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলাটি করেন।
রেলওয়ে থানার ওসি মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় তারা মামলা করেছেন।
এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারী পরিবহন কর্মকর্তা আবদুর রাজ্জাককে প্রধান করে গঠিত তিন সদস্যের ওই কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম।
এর আগে সোমবার দুপুরে ভাটিয়ারি ভাঙ্গা সেতু এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে রুবেল (২০) নামের এক যুবককে আটক করে রেলওয়ে পুলিশ।
শনিবার গভীর রাতে ভাটিয়ারী ভাঙ্গা সেতু এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিথা ট্রেনে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। একটি ঢিল প্রীতি দাশ নামের এক তরুণীর মাথায় লাগলে তিনি সংজ্ঞা হারান।

পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.