ভারতীয় চলচ্চিত্র পরিচালক রুপেশ পাল পরিচালিত 'কামসূত্র থ্রিডি' ছবিটি অস্কার পুরস্কার ২০১৪-এর তিনটি বিভাগে মনোনীত হলো। অস্কার ২০১৪-এর সেরা ছবি, অরিজিনাল স্কোর ও সেরা সংগীত- এই তিনটি বিভাগের জন্য মনোনীত হলো শার্লিন চোপড়া অভিনীত এ ছবিটি।
এতদিন শার্লিন চোপড়ার ছবিটি নিয়ে আলোচনা হচ্ছিল শুধু নগ্নতা আর যৌনতা নিয়ে, এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চলেছে পুরো ছবিই। ক'দিন আগেই কামসূত্র থ্রিডির ট্রেইলার রিলিজ হয়। ট্রেইলার দেখে সিনে বিশেষজ্ঞরা বেশ প্রশংসা করেন। ছবিটিতে মোট পাঁচটি গান আছে। সেগুলো হলো- আইগিরি নন্দিনী, সাওয়ারিয়া, আই ফেল্ট, অফ সোয়েল, হার হার মহাদেব। সচিন আর শ্রীজিত এই সিনেমায় সংগীত পরিচালনা করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।