আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়ার চূড়ান্ত আন্দোলন কর্মসূচির ঘú

ঈদের পর পরই চট্টগ্রামের জনসভা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবেন। এরই মধ্যে দেশের সাধারণ জনগণ ও দলের তৃণমূল শক্তিকে আন্দোলনমুখী করে তুলতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রাজধানীর বাইরে সফর করছেন। গুরুত্বপূর্ণ জেলা-উপজেলা সফর শেষে তিনি চট্টগ্রামে বর্ণাঢ্য জনসভা আয়োজনের মধ্য দিয়ে বর্তমান মহাজোট সরকারের বিরুদ্ধে কার্যকর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে একাধিক সূত্রে জানা গেছে। দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপিসহ ১৮ দলীয় জোট দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে আসছে তার চূড়ান্ত পরিণতির বিষয়ে দিকনির্দেশনাও এ কর্মসূচিতে থাকবে বলে জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রামের শেষ জনসভা থেকেই 'শেষ কথা' বলবেন বেগম খালেদা জিয়া। তিনি বরাবরই আন্দোলন কর্মসূচি ঘোষণার জন্য চট্টগ্রামকেই বেছে নেন। এবারও তার ব্যত্যয় ঘটছে না। চট্টগ্রাম থেকে ঘোষিত কর্মসূচি দিয়েই বিএনপির নেতৃত্বে সারা দেশে ১৮ দলীয় জোটের আন্দোলন চলবে এবং এটাই হবে চূড়ান্ত আন্দোলন, যেখানে বর্বর এই স্বৈরাচারী সরকারের পতন হবে অনিবার্য। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সংলাপে গেলেও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে দাঁড়াবে না বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। চট্টগ্রামের জনসভা প্রসঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, ঈদের এক সপ্তাহ পর চট্টগ্রামেই হবে বিরোধীদলীয় নেতার শেষ জনসভা।

এ জনসভা হবে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চের সেই ফলোগ্রাউন্ড মাঠে, যেখান থেকে গত বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ১৮ দলীয় জোটের ৬ মাসের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলেন খালেদা জিয়া।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.