আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে চসিকের ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদে অভি÷

চট্টগ্রাম মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের ফাইল অনুমোদনের প্রায় দেড় বছর পর গতকাল প্রথম অভিযান পরিচালনা করল সিটি করপোরেশন। গত বছরের এপ্রিলের শুরুতে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার ফাইল অনুমোদন দেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত ঝুঁকিপূর্ণ তিনটি ভবনে অভিযান চালান। এর মধ্যে একটি ভবনকে আজ সকালের মধ্যে খালি করে ফেলা, একটিকে সতর্ক করে দেওয়া ও অন্যটিকে এক সপ্তাহের মধ্যে সংস্কারের নির্দেশ দেন আদালত। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, সিডিএর তালিকা অনুযায়ী ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের অভিযান শুরু করেছি। এটি অব্যাহত একটি প্রক্রিয়া। তিনি বলেন, বড়ুয়া ভবনটিকে দুই মাস আগে ভেঙে ফেলার নোটিস দেওয়া হয়। তারা ভাঙেননি। তাই আমরা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। তবে স্থানীয়দের অনুরোধে আজ সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ভবনটি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.