আমাদের কথা খুঁজে নিন

   

তদবির নিয়ে ঢাকায় প্রসেনজিৎ

হঠাৎ করেই ঢাকায় এলেন টালিগঞ্জের নায়ক প্রসেনজিৎ। গত সপ্তাহে ঢাকা আসেন তিনি। বুধবার বৈঠকে বসেন চলচ্চিত্র সমিতির নেতাদের সঙ্গে। দুই বাংলার চলচ্চিত্রের আদান-প্রদানের তদবির করতেই তার এই সফর। তিনি বলেন, এ ব্যাপারে আমি আশাবাদী।

শীঘ্রই প্রত্যাশা পূরণ হবে। প্রসেনজিৎ তার ঢাকা সফরকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গেও সাক্ষাৎ করেন।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির ভাইস প্রেসিডেন্ট সুদীপ দাশ ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর জানান, বুধবার দুপুর ১২টা থেকে তথ্য মন্ত্রণালয়ের দফতরে প্রসেনজিৎ পৃথকভাবে সাক্ষাৎ করেন চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির কর্মকর্তাদের সঙ্গে। এ সময় তথ্যমন্ত্রী এবং তথ্য সচিব উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রসেনজিৎ কর্মকর্তাদের কাছে দুই বাংলার চলচ্চিত্র বিনিময়ের বিষয়টি ত্বরান্বিত করার অনুরোধ জানান।

এর জবাবে চলচ্চিত্র সংগঠনের কর্মকর্তারা বলেন, বিনিময়ের আগে এ দেশের প্রেক্ষাগৃহগুলোকে আধুনিক প্রযুক্তিনির্ভর এবং কলকাতায় ঢাকার চলচ্চিত্র প্রদর্শনের নিশ্চয়তা বিধান করতে হবে। এ বিষয়ে প্রসেনজিৎ বলেন, প্রেক্ষাগৃহগুলো অবশ্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রদর্শক সমিতি প্রেক্ষাগৃহ সংস্কারে সরকারের সম্পৃক্ততা কামনা করেন। সমিতির নেতারা বলেন, সংস্কারের পর অর্থ কীভাবে ফেরত দেওয়া হবে তাসহ নানা বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন। তথ্যমন্ত্রী ঈদের পরপরই সংস্কারযোগ্য প্রেক্ষাগৃহের একটি তালিকা মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানান।

এ ছাড়া বৈঠকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অংশ নেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির ভাইস প্রেসিডেন্ট সুদীপ দাস, প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিক ও সদস্য ড্যানি সিডাক, পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও সদস্য ফেরদৌস। প্রসেনজিৎ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুই বাংলার ভ্রাতৃত্বের বন্ধনকে জোরালো করাই আমাদের লক্ষ্য। বিশেষ করে দুই বাংলার চলচ্চিত্রের মতো একটি গুরুত্বপূর্ণ মাধ্যমকে ভাষার কারণে একই সূত্রে গাঁথতে চাই। এ ব্যাপারে আমি আশাবাদী।

আমার বিশ্বাস ছোটখাটো প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে শীঘ্রই এই উদ্যাগ আলোর মুখ দেখবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.