আমাদের কথা খুঁজে নিন

   

গান গাইলেন মারজুক রাসেল

মারজুক রাসেলের ক্যারিয়ার শুরু হয়েছিল লেখালেখি দিয়ে। অসংখ্য কবিতা এবং গীতি কবিতার জনক তিনি। এরপর অভিনয়েও দেখা গেছে মারজুককে। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নাটক-ছবিতে অভিনয় করে হয়েছেন জনপ্রিয়ও। তবে এবার নতুন আরও একটি পরিচয় যুক্ত হচ্ছে তার নামের সঙ্গে। সেটা হচ্ছে গায়ক মারজুক রাসেল। অর্থাৎ গান গেয়েছেন তিনি। নিজের লেখা গীতিকবিতায় তিনি কণ্ঠ দিয়েছেন। মারজুক বলেন, 'ঘটনাটা একেবারেই আকস্মিক। নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার আমার খুব কাছের মানুষ। কিছুদিন আগে তিনি আমাকে তার ধারাবাহিকের টাইটেল সং লিখতে বলেন। আমি লিখলাম। লেখার পর তিনি হঠাৎ আমাকে বললেন, গানটাও তুমিই গাও। কয়েকবার চেষ্টা করার পর গেয়ে ফেললাম। আর আমার সঙ্গে খুবই ভালো গেয়েছেন কণ্ঠশিল্পী ফারাবী। মনে হয়, খারাপ হয়নি গানটি। আশা করি, গানটি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।'

এনটিভির জন্য নির্মিত 'ইয়েস বস, নো বস' নামের এ দীর্ঘ ধারাবাহিকের টাইটেল সংটির কথা ছিল- 'হাত উঠাও, হাত নামাও- ইয়েস বস, ইয়েস বস'। 'ইয়েস বস, নো বস' ধারবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কচি খন্দকার।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.